[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

৭৯৩ পূজামণ্ডপে অসুরের মুখে দাড়ি, অনুসন্ধানে নেমেছে সরকার

প্রকাশঃ
অ+ অ-

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ রোববার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে | ছবি: স্বরাষ্ট্র মন্ত্রণালয়

এবারের শারদীয় দুর্গাপূজায় সারা দেশে ৭৯৩টি পূজামণ্ডপে অসুরের মুখে দাড়ি লাগানোর ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি জানিয়েছেন, এসব ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে, অনুসন্ধান চলছে, তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।

আজ রোববার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা–সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, এসব ঘটনার পরই ধর্মীয় নেতাদের জানানো হয়েছে এবং তাঁদের সঙ্গে আলোচনা করা হয়েছে। তাঁরা বিষয়টি শান্তভাবে মোকাবিলায় সহযোগিতা করছেন। প্রতিটি জায়গায় জিডি হয়েছে, এখন খোঁজ নেওয়া হচ্ছে কারা এর সঙ্গে জড়িত।

তিনি আরও বলেন, পার্বত্য চট্টগ্রামে ধর্ষণের অভিযোগ তুলে অস্থিরতা সৃষ্টি করা এবং পূজামণ্ডপে অসুরের মুখে দাড়ি লাগিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের চেষ্টা হয়েছিল। এর পেছনে ফ্যাসিস্টদের দোসররা ছিল—এটা ইতিমধ্যে স্পষ্ট হয়ে উঠেছে।

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, পার্শ্ববর্তী একটি দেশে প্রতিমা তৈরির সময় প্রধান উপদেষ্টাকে নিন্দনীয়ভাবে উপস্থাপন করা হয়েছে। আর বাংলাদেশে পূজামণ্ডপে অসুরের মুখে দাড়ি লাগানোর ঘটনায় সেই দেশের সঙ্গে যোগসূত্র পাওয়া যাচ্ছে। তিনি বলেন, গোয়েন্দা সংস্থার তৎপরতা ও দুর্গাপূজা কমিটির সহযোগিতায় ওই কুচক্রীদের চক্রান্ত সরকার ভেস্তে দিতে পেরেছে।

পার্বত্য চট্টগ্রামের ঘটনার প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, যে ধর্ষণের অভিযোগ নিয়ে এত হইচই হয়েছে, মেডিকেল প্রতিবেদনে তার কোনো প্রমাণই পাওয়া যায়নি। সেনাবাহিনী, আইনশৃঙ্খলা বাহিনী ও পাহাড়ি-বাঙালি জনগণের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে। ইতিমধ্যে পার্বত্য জেলায় অবরোধ ও ১৪৪ ধারা তুলে নেওয়া হয়েছে।

তিনি বলেন, ফ্যাসিস্ট ও তাদের সহযোগীরা কয়েকটি পূজামণ্ডপে অসুরের মুখে দাড়ি লাগিয়ে ধর্মীয় বিভেদ ও সহিংসতা উসকে দেওয়ার চেষ্টা করেছিল। কিছু ফ্যাসিস্ট বুদ্ধিজীবীও এতে উসকানি দিয়েছে। তবে তাদের পরিকল্পনা সফল হয়নি। গতবারের মতো এবারও শান্তিপূর্ণভাবে, উৎসবের আমেজে দুর্গাপূজা শেষ হয়েছে।

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর বিরুদ্ধে পবিত্র কোরআন অবমাননার অভিযোগের বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এ নিয়ে তদন্ত চলছে। 

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন