[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

ঈশ্বরদীতে ধানক্ষেতে বৃদ্ধের লাশ

প্রকাশঃ
অ+ অ-

মরদেহ | প্রতীকী ছবি

পাবনার ঈশ্বরদীতে এক বৃদ্ধের লাশ ধানক্ষেত থেকে উদ্ধার করেছে পুলিশ। রোববার সকাল ৮টার দিকে উপজেলা সদরের ফতেমোহাম্মদপুর বেনারসি পল্লির কাছে এই ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম সিরাজুল ইসলাম (৫০)। তিনি ফতেমোহাম্মদপুর প্রামাণিকপাড়ার মৃত কেটি আহমেদের ছেলে।

সিরাজুল ইসলামের বোন রাশেদা বেগম জানান, 'শনিবার রাত ১০টার পর তিনি খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। কিন্তু সকালে ঘুম থেকে উঠে জানতে পারেন তাঁর ভাইয়ের লাশ ধানক্ষেতে পড়ে আছে।'

থানা পুলিশ সূত্রে জানা গেছে, লাশটি তাঁর বাড়ি থেকে প্রায় আধা কিলোমিটার দূরে একটি ধানক্ষেতে পাওয়া যায়। ঘটনাস্থল থেকে এক ব্যাগ কাঁচা কলা এবং এক জোড়া স্যান্ডেলও উদ্ধার করা হয়েছে। পুলিশ আরও জানায়, নিহত সিরাজুল ইসলাম কোনো স্থায়ী কাজ করতেন না, তিনি মূলত ভবঘুরে জীবন যাপন করতেন। তাঁর স্ত্রী প্রায় ১২ বছর আগে মারা গেছেন, এবং তাঁর ১৫ বছর বয়সী এক প্রতিবন্ধী ছেলে আছে।

ঈশ্বরদী থানার ওসি আ. স. ম. আব্দুন নুর জানান, 'খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে এবং সুরতহাল রিপোর্ট তৈরি করেছে। লাশ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তিনি বলেন, ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।'

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন