[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

রাষ্ট্রপতির চিঠি প্রসঙ্গে যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা

প্রকাশঃ
অ+ অ-
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন নকশা: পদ্মা ট্রিবিউন

রাষ্ট্রপতির ছবি নামানো নিয়ে কোনো আইন হয়নি, কোনো চিঠিও দেওয়া হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।

বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। এ সময় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ছবির বিষয়ে জানতে চাইলে এ কথা বলেন তৌহিদ হোসেন।

রাষ্ট্রপতির চিঠি পাঠানোর বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘চিঠিটা আমি দেরিতে পেয়েছি। সোশ্যাল মিডিয়ায় অনেক আগেই চলে এসেছে। ফিজিক্যালি আমার হাতে চিঠিটা পরে পৌঁছেছে।’

রাষ্ট্রপতির পাঠানো চিঠির উত্তর দিয়েছেন কি না এমন প্রশ্নে তৌহিদ হোসেন বলেন, ‘আমার মনে হয়, আমরা এটার ভেতর আর না ঢুকি। রাষ্ট্রপতি অনেক ওপরের। একটা বিষয়ে উনি তাঁর অনুভূতি ব্যক্ত করেছেন। এটুকুতেই থাকি।’

রাষ্ট্রপতির ছবি নামানো নিয়ে কোনো আইন করা হয়েছে কি না এমন প্রশ্নে তিনি আরও বলেন, ‘কোনো আইনও করা হয়নি, চিঠিও ইস্যু করা হয়নি। কিন্তু কোনো ছবি থাকবে না, এটাই হলো নিয়ম।’

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন