এমপির স্বপ্ন শেষ, এবার এনসিপির সমন্বয়ক হিসেবে নতুন পথ
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে লালমনিরহাট-২ (কালিগঞ্জ-আদিতমারী) আসনে আওয়ামী লীগ প্রার্থী হিসেবে মনোনয়ন চেয়েছিলেন মো. নজরুল ইসলাম মৃধা। তবে দলীয় মনোনয়ন না পাওয়ায় তিনি নির্বাচনে অংশ নেননি।
মৃধা আদিতমারী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। এবার তিনি পদত্যাগ না করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘শ্রমিক উইং’এর প্রধান সমন্বয়ক হিসেবে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন।
স্থানীয় ও দলীয় সূত্রে জানা গেছে, নজরুল ইসলাম মৃধা আদিতমারী উপজেলা শহরের ফরহাদ হোসেনের ছেলে। তিনি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক এবং ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে অংশ নিয়েছেন।
লালমনিরহাট-২ আসনে গত কয়েকবার আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য হয়েছেন নুরুজ্জামান আহমেদ। ২০১৫ সালে তিনি সমাজকল্যাণ প্রতিমন্ত্রী এবং ২০১৯ সালে সমাজকল্যাণমন্ত্রী হিসেবে দায়িত্ব পান। এবারও দলীয় মনোনয়ন পাওয়ায় তিনি পুনরায় সংসদ সদস্য হয়েছেন। শেষবার তার বিপক্ষে নজরুল ইসলাম মনোনয়ন চেয়েছিলেন কিন্তু তা দেওয়া হয়নি।
দলীয় কয়েকজন নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, নজরুল ইসলাম মৃধা স্কুলজীবনে প্রয়াত আওয়ামী লীগ নেতা শামসুল ইসলাম সুরুজের মাধ্যমে ছাত্রলীগের রাজনীতি শুরু করেন। এরপর ধাপে ধাপে আওয়ামী লীগের পদে উঠে আসেন। বিগত কয়েক বছরে তিনি স্কুল ও টেকনিক্যাল কলেজ প্রতিষ্ঠা করেছেন এবং ২০ বছরের বেশি সময় ধরে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর নজরুল ইসলাম ধীরে ধীরে দলীয় অবস্থান পরিবর্তন করতে শুরু করেন। ইতিমধ্যে নিজের নির্বাচনি এলাকায় দুর্গাপূজা উপলক্ষে পোস্টার টানিয়ে শুভেচ্ছা জানিয়েছেন। এসব পোস্টারে তিনি নিজেকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘শ্রমিক উইং’এর প্রধান সমন্বয়ক হিসেবে পরিচয় দিচ্ছেন।
নজরুল ইসলাম মৃধা বলেন, 'আমি নির্বাচনি এলাকার উন্নয়নের স্বার্থে নতুন দলে যোগ দিয়েছি। আমাকে উপজেলা এনসিপির শ্রমিক উইংয়ের প্রধান সমন্বয়ক করে ৩১ সদস্যের অস্থায়ী সদস্য তালিকা কেন্দ্রীয় কমিটির কাছে জমা দেওয়া হয়েছে। এজন্য দলীয় কর্মসূচির অংশ হিসেবে এলাকায় প্রচারণা চালাচ্ছি। তবে আমি এখনও আওয়ামী লীগ থেকে পদত্যাগ করিনি।'
এ বিষয়ে এনসিপির উত্তরাঞ্চলের সংগঠক রাসেল আহমেদ বলেন, 'আমি নজরুল ইসলামের টানানো পোস্টার দেখেছি। উপজেলায় এখনও এনসিপির শ্রমিক উইংয়ের কমিটি গঠন হয়নি। আমরা সবসময় আওয়ামী লীগের বিপক্ষে অবস্থান রাখি। কমিটি গঠনের আগে নিজেকে প্রধান সমন্বয়ক হিসেবে পরিচয় দিয়ে পোস্টার টানানো হয়েছে, যা গর্হিত এবং এর বিচার হওয়া উচিত।'

একটি মন্তব্য পোস্ট করুন