[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

মানিকগঞ্জে মেলায় স্কুলছাত্র খুন, উৎসবের আনন্দে শোকের ছায়া

প্রকাশঃ
অ+ অ-

আবদুল্লাহ | ছবি: সংগৃহীত

মানিকগঞ্জ সদর উপজেলায় আবদুল্লাহ রাব্বি (১৬) নামে এক স্কুলছাত্রকে মেলার প্রবেশমুখে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। ঘটনা ঘটেছে গতকাল শনিবার রাতের দিকে পুটাইল এলাকায়। এ ঘটনায় পুলিশ দুই কিশোরকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।

আবদুল্লাহ কাফাটিয়া গ্রামের সৌদিপ্রবাসী মানিক মিয়ার ছেলে। সে কাফাটিয়া উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল। আটক দুই কিশোর পুটাইল এলাকার বাসিন্দা।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, পুটাইল ইউনিয়নে কালীগঙ্গা নদীর পাড়ে লক্ষ্মীপূজা উপলক্ষে মেলার আয়োজন করা হয়। শনিবার রাত সাড়ে আটটার দিকে মেলায় প্রবেশের সময় আবদুল্লাহকে দুর্বৃত্তরা ছুরিকাঘাত করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে মানিকগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আবদুল্লাহর মামা আবদুল হালিম বলেন, 'গতকাল রাত আটটার দিকে আমার ভাগনে বাড়ি থেকে বের হয়ে যায়। তার সঙ্গে কারও কোনো বিরোধ ছিল কি না, আমরা জানি না।' 

মানিকগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. আমিনুল ইসলাম বলেন, 'কী কারণে ওই স্কুলছাত্রকে হত্যা করা হয়েছে, তা তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুই কিশোরকে আটক করা হয়েছে। আজ রোববার সকালে লাশ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।' 

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন