সাগরে লঘুচাপের আভাস, বৃষ্টি বাড়তে পারে
![]() |
| ফাইল ছবি |
মৌসুমি বায়ু বিদায় নিয়েছে। তারপরও হঠাৎ করেই গতকাল শুক্রবার বৃষ্টি হয়েছে। যদিও এর পরিমাণ খুব বেশি ছিল না।
আগামী চার থেকে পাঁচ দিনের মধ্যে বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এটি নিম্নচাপে পরিণত হতে পারে বলেও জানিয়েছেন আবহাওয়াবিদেরা। তবে এই নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড় হবে কি না, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না।
গতকাল দেশের সর্বোচ্চ বৃষ্টি হয়েছে কক্সবাজারে, ২৯ মিলিমিটার। দক্ষিণ-পূর্বাঞ্চলের আরেক জেলা বান্দরবানে বৃষ্টি হয়েছে ২৪ মিলিমিটার। রাজধানীতে বৃষ্টি রেকর্ড করা হয়েছে ১ মিলিমিটার।
এ বৃষ্টির কারণ সম্পর্কে আবহাওয়া অধিদপ্তরের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক বলেন, মৌসুমি বায়ু সরে যাওয়ার পর স্থানীয়ভাবে তৈরি হওয়া মেঘ থেকেও অনেক সময় বৃষ্টি হয়। গতকাল রাজধানীসহ বিভিন্ন স্থানে সেই কারণেই বৃষ্টি হয়েছে। বিশেষ করে রাজধানীতে ঘূর্ণিবায়ুর আবর্তনের সঙ্গে জলীয় বাষ্প মিলে স্থানীয়ভাবে মেঘ সৃষ্টি হয়েছিল।
আজ শনিবার রাজধানীতে বৃষ্টির সম্ভাবনা খুব কম বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
এখনো নিশ্চিত নয় যে লঘুচাপটি নিম্নচাপে পরিণত হবে। তবে লঘুচাপটি ঘনীভূত হবে, তা বলা যায়। আর সাগরে নিম্নচাপ সৃষ্টির লক্ষণ দেখার আগেই তা ঘূর্ণিঝড় হবে কি না, তা বলা সংগত নয়।
— মুহাম্মদ আবুল কালাম মল্লিক, আবহাওয়াবিদ
আগামী চার-পাঁচ দিনের মধ্যে বঙ্গোপসাগরে একটি লঘুচাপ তৈরি হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক। তিনি বলেন, ২৪ অক্টোবরের মধ্যে এটি তৈরি হওয়ার সম্ভাবনা আছে এবং সেটি আরও ঘনীভূতও হতে পারে।
আবহাওয়া অফিস চলতি মাসের শুরুতে জানিয়েছিল, অক্টোবর মাসে তিনটি লঘুচাপ তৈরি হতে পারে। এর মধ্যে একটি মাসের শুরুতেই হয়েছিল। এখন আরও দুটি লঘুচাপের সম্ভাবনা আছে, যার একটি নিম্নচাপ এমনকি ঘূর্ণিঝড়েও রূপ নিতে পারে।
আগামী লঘুচাপটি কি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে?—এমন প্রশ্নের জবাবে আবুল কালাম মল্লিক বলেন, এখনই নিশ্চিতভাবে বলা যাচ্ছে না যে এটি নিম্নচাপে পরিণত হবে। তবে এটি ঘনীভূত হবে, তা বলা যায়। সাগরে নিম্নচাপ তৈরি হওয়ার আগে সেটি ঘূর্ণিঝড় হবে কি না, তা বলা সম্ভব নয়।
বাংলাদেশে সাধারণত বছরে দুই সময় ঘূর্ণিঝড় বেশি হয়—একবার মৌসুমি বায়ু আসার আগে, আরেকবার মৌসুমি বায়ু চলে যাওয়ার পর। এপ্রিল-মে মাসে যেমন ঘূর্ণিঝড় হয়, তেমনি মৌসুমি বায়ু বিদায় নেওয়ার পর অক্টোবর-নভেম্বর মাসেও ঘূর্ণিঝড় হয়। দেশের বড় ও শক্তিশালী ঘূর্ণিঝড়গুলোর বেশির ভাগই নভেম্বর মাসে হয়। তাই অক্টোবর মাসেও ঘূর্ণিঝড়ের আশঙ্কা থেকেই যাচ্ছে।

একটি মন্তব্য পোস্ট করুন