[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

লক্ষ্মীপুরে সাবেক এমপির পোড়া বাড়িতে আবার আগুন

প্রকাশঃ
অ+ অ-

লক্ষ্মীপুর শহরে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য নুর উদ্দিন চৌধুরীর বাড়িতে আবারও আগুন ধরিয়ে দেয় কিছু লোকজন। বুধবার বিকেলে | ছবি: পদ্মা ট্রিবিউন 

লক্ষ্মীপুর-২ (রায়পুর) আসনের সাবেক সংসদ সদস্য নুর উদ্দিন চৌধুরীর বাড়িতে আবার আগুন দেওয়া হয়েছে। বুধবার বিকেলে ঘটনাটি শহরের উত্তর তেহমনী এলাকায় ঘটে।

প্রত্যক্ষদর্শী ও থানা-পুলিশ জানায়, বিকেলে কিছু মানুষ উত্তর তেহমনী এলাকায় জমায়েত হয়। তারা সেখানে থেকে সাবেক সংসদ সদস্য নুর উদ্দ্দীন চৌধুরীর বাড়িতে গিয়ে বাড়িটির নিচ তলায় আগুন ধরায়। ৫ আগস্টের গণ–অভ্যুত্থানের ঠিক আগের দিনও ওই পাঁচতলা বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। তখন থেকে বাড়িটি পরিত্যক্ত ছিল। এরপর এটিই দ্বিতীয় দফা আগুন লাগানো হয়েছে।

স্থানীয় যুবক মেহেদী হাসান বলেন, 'স্বৈরাচার ও তাদের দোসররা যেখানে আছে, সেই সব বাড়িঘর ধ্বংস করা হবে। তারা যদি আবার ফিরে আসে, আমরা তাদের প্রতিহত করব; কাউকে ফিরে আসার সুযোগ দেওয়া হবে না। '

স্থানীয় একটি সূত্র জানায়, নুর উদ্দিন চৌধুরী বর্তমানে ভারতে অবস্থান করছেন। তার পরিবারের কেউ বাড়িটিতে আর আসেননি।

লক্ষ্মীপুর সদর থানার ওসি আবদুল মোন্নাফ বলেন, 'সাবেক সংসদ সদস্যের বাড়িটি গত ৪ আগস্টও পোড়ানো হয়েছিল। তখন থেকে বাড়ির অবকাঠামো ছাড়া আর কিছুই থাকেনি। আজ আবার সেখানে আগুন ধরানো হয়েছে বলে খবর পেয়েছি।'

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন