[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

লক্ষ্মীপুরে সাবেক এমপির পোড়া বাড়িতে আবার আগুন

প্রকাশঃ
অ+ অ-

লক্ষ্মীপুর শহরে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য নুর উদ্দিন চৌধুরীর বাড়িতে আবারও আগুন ধরিয়ে দেয় কিছু লোকজন। বুধবার বিকেলে | ছবি: পদ্মা ট্রিবিউন 

লক্ষ্মীপুর-২ (রায়পুর) আসনের সাবেক সংসদ সদস্য নুর উদ্দিন চৌধুরীর বাড়িতে আবার আগুন দেওয়া হয়েছে। বুধবার বিকেলে ঘটনাটি শহরের উত্তর তেহমনী এলাকায় ঘটে।

প্রত্যক্ষদর্শী ও থানা-পুলিশ জানায়, বিকেলে কিছু মানুষ উত্তর তেহমনী এলাকায় জমায়েত হয়। তারা সেখানে থেকে সাবেক সংসদ সদস্য নুর উদ্দ্দীন চৌধুরীর বাড়িতে গিয়ে বাড়িটির নিচ তলায় আগুন ধরায়। ৫ আগস্টের গণ–অভ্যুত্থানের ঠিক আগের দিনও ওই পাঁচতলা বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। তখন থেকে বাড়িটি পরিত্যক্ত ছিল। এরপর এটিই দ্বিতীয় দফা আগুন লাগানো হয়েছে।

স্থানীয় যুবক মেহেদী হাসান বলেন, 'স্বৈরাচার ও তাদের দোসররা যেখানে আছে, সেই সব বাড়িঘর ধ্বংস করা হবে। তারা যদি আবার ফিরে আসে, আমরা তাদের প্রতিহত করব; কাউকে ফিরে আসার সুযোগ দেওয়া হবে না। '

স্থানীয় একটি সূত্র জানায়, নুর উদ্দিন চৌধুরী বর্তমানে ভারতে অবস্থান করছেন। তার পরিবারের কেউ বাড়িটিতে আর আসেননি।

লক্ষ্মীপুর সদর থানার ওসি আবদুল মোন্নাফ বলেন, 'সাবেক সংসদ সদস্যের বাড়িটি গত ৪ আগস্টও পোড়ানো হয়েছিল। তখন থেকে বাড়ির অবকাঠামো ছাড়া আর কিছুই থাকেনি। আজ আবার সেখানে আগুন ধরানো হয়েছে বলে খবর পেয়েছি।'

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন