[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

গাজীপুরে বাফুফেকে স্টেডিয়াম ইজারা দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ

প্রকাশঃ
অ+ অ-
গাজীপুরে শহীদ বরকত স্টেডিয়াম ইজারা দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল, মানববন্ধন করেছেন ক্রীড়া সংশ্লিষ্টরা। রোববার দুপুরে স্টেডিয়ামের সামনে | ছবি: পদ্মা ট্রিবিউন

গাজীপুরের জয়দেবপুরের শহীদ বরকত স্টেডিয়াম বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কাছে ২৫ বছরের জন্য ইজারা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ–মিছিল অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় খেলোয়াড়, কোচ ও ক্রীড়া সংগঠনের নেতারা কর্মসূচি শেষে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছেন।

রোববার বেলা একটার দিকে গাজীপুর প্রেসক্লাব সংলগ্ন স্টেডিয়ামের ফটক এলাকায় মানববন্ধন শুরু হয়। ঘণ্টাব্যাপী মানববন্ধনের পরে তারা বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশ করেন।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বাফুফে দেশের অন্যান্য স্টেডিয়ামের সঙ্গে শহীদ বরকত স্টেডিয়ামও ২৫ বছরের জন্য ইজারা নেওয়ার প্রস্তাব দিয়েছে। জাতীয় ক্রীড়া পরিষদ এ প্রস্তাবে সম্মতি দিয়েছে। মোট ১৫টি শর্তে স্টেডিয়ামটি ইজারা দেওয়ার দাপ্তরিক কাজ চলছে।

সমাবেশে বক্তব্য দেন জেলা ক্রিকেট ক্লাব অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক খান জাহিদুল ইসলাম, মহানগর ক্রিকেট ক্লাব অ্যাসোসিয়েশনের সভাপতি মো. ফখরুল ইসলাম, সাধারণ সম্পাদক ময়েজ উদ্দিন তালুকদার, জেলা ক্রিকেট বোর্ডের কোচ আনোয়ার হোসেন জাহিদ, কারাতে অ্যাসোসিয়েশন গাজীপুরের সভাপতি মার্শাল শাহাজাদা, প্রভাতী স্পোর্টিং ক্লাবের সহসভাপতি শাহ সামসুল হক, জয়দেবপুর ক্রিকেট ক্লাবের সভাপতি ইকবাল হোসেন, সাধারণ সম্পাদক রুবেল মণ্ডল এবং টঙ্গী ক্রিকেট ক্লাব অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কাজী সালাউদ্দিন প্রমুখ।

বক্তারা বলেন, শহীদ বরকত স্টেডিয়াম সব ধরনের খেলার জন্য ব্যবহৃত হয়। সেখানে নিয়মিত বিভিন্ন ক্লাব নানা ধরনের খেলা আয়োজন করে। তাই স্টেডিয়ামের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে ভেবেচিন্তে সিদ্ধান্ত নেওয়া উচিত।

জেলা ক্রিকেট ক্লাবের সাধারণ সম্পাদক খান জাহিদুল ইসলাম বলেন, শুধু ফুটবল খেলার জন্য বাফুফে মাঠ ইজারা নিলে অন্যান্য খেলার সুযোগ কমে যাবে। মহানগর ক্রিকেট ক্লাবের সভাপতি মো. ফখরুল ইসলাম বলেন, এ ধরনের সিদ্ধান্ত ক্রীড়াবান্ধব নয়। স্টেডিয়াম ইজারা না দিয়ে আগের মতো জাতীয় ক্রীড়া সংস্থার অধীনে চলতে দেওয়া উচিত। ইজারার সিদ্ধান্ত বাতিল করতে হবে।

সমাবেশ শেষে স্থানীয় খেলোয়াড়, কোচ ও ক্রীড়া সংগঠনের নেতারা জেলা প্রশাসক নাফিসা আরেফিনের কাছে স্মারকলিপি তুলে দেন।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন