[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতদের ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

প্রকাশঃ
অ+ অ-

মহাসড়ক অবরোধের আগে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। আজ বেলা সাড়ে ১১টার দিকে ফৌজদারহাট ক্যাডেট কলেজ এলাকায় ছবি: স্থানীয় এক বাসিন্দার সৌজন্যে

চট্টগ্রামের সীতাকুণ্ডে ইসলামী ব্যাংক বাংলাদেশের চাকরিচ্যুত ও ওএসডি থাকা কর্মীরা প্রায় এক ঘণ্টা ঢাকা–চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। শনিবার দুপুরে উপজেলার ফৌজদারহাট ক্যাডেট কলেজ এলাকায় এই অবরোধ করা হয়। এর ফলে সড়কে দীর্ঘ যানজট তৈরি হয় এবং চালক ও যাত্রীরা ভোগান্তিতে পড়েন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা পৌনে ১১টার দিকে ফৌজদারহাট ক্যাডেট কলেজের সামনে জড়ো হয়ে প্রথমে মানববন্ধন করেন কর্মীরা। দুপুর পৌনে ১২টার দিকে মহাসড়কের ঢাকামুখী লেন অবরোধ করে বিক্ষোভ শুরু হয়। পরে চট্টগ্রামমুখী লেনও বন্ধ করা হয়। দেশের ব্যস্ততম এই মহাসড়কটির উভয় দিকে প্রায় ৩০ কিলোমিটার দীর্ঘ যানজট দেখা দেয়। বেলা একটার দিকে অবরোধ তুলে নেওয়ার পর যানজট ধীরে ধীরে কমতে শুরু করে।

অবরোধ চলাকালে বিক্ষোভকারীরা ‘উই ওয়ান্ট জাস্টিস’সহ নানা স্লোগান দেন। ‘চট্টগ্রাম ঐক্য মঞ্চ’–এর ব্যানারে মানববন্ধন কর্মসূচি আয়োজন করা হয়। বিক্ষোভকারীরা জানান, চট্টগ্রাম অঞ্চলে ইসলামী ব্যাংকের প্রায় ৪০০ কর্মকর্তাকে অন্যায়ভাবে চাকরিচ্যুত করা হয়েছে। এছাড়া আরও ৪ হাজার ৭০০ কর্মকর্তাকে ওএসডি করে কর্মস্থলে নিষ্ক্রিয় রাখা হয়েছে। এতে চাকরিচ্যুত ও ওএসডি থাকা কর্মীদের জীবন মানবেতর হয়ে পড়েছে। তারা দাবি পূরণ না হলে আরও কঠোর কর্মসূচি নেওয়ার হুমকি দিয়েছেন।

বিক্ষোভকারীদের সমন্বয়ক, ইসলামী ব্যাংকের পঞ্চগড় শাখার কর্মকর্তা সাইদুল ইসলাম প্রথম আলোকে বলেন, ব্যাংক কর্তৃপক্ষ বৃহত্তর চট্টগ্রামের কর্মীদের ছাঁটাই করছে। এর প্রতিবাদে পূর্বঘোষিত অবরোধ কর্মসূচি পালন করা হয়েছে। সারা দেশের সব শাখা থেকে বৃহত্তর চট্টগ্রামের কর্মকর্তা–কর্মচারীরা স্বতঃস্ফূর্তভাবে এই কর্মসূচিতে অংশ নিয়েছেন।

সড়ক অবরোধের কারণে দীর্ঘ যানজট তৈরি হয় চট্টগ্রামের সীতাকুণ্ডের ফৌজদারহাট ক্যাডেট কলেজ এলাকায়। আজ বেলা দেড়টার দিকে তোলা | ছবি: পদ্মা ট্রিবিউন 

সীতাকুণ্ড থানার ওসি মো. মজিবুর রহমান বলেন, 'বিক্ষুব্ধ ব্যক্তিদের দাবি ইসলামী ব্যাংক কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। এরপর অবরোধকারীরা সড়ক থেকে সরে গেছেন। অবরোধ চলাকালীন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।' 

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন