তিন জেলায় দূরপাল্লার বাস চলাচল স্বাভাবিক
![]() |
| মঙ্গলবার বিকেলে রাজশাহীসহ তিন জেলা থেকে দূরপাল্লার বাস চলাচল শুরু হয়েছে। রাজশাহী শহরের শিরোইল বাসস্ট্যান্ড এলাকায় | ছবি: পদ্মা ট্রিবিউন |
রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নাটোর থেকে অবশেষে দূরপাল্লার বাস চলাচল শুরু হয়েছে। মঙ্গলবার বিকেল পাঁচটার পর শ্রমিকেরা কাজে ফেরায় বাসগুলো স্বাভাবিকভাবে চলতে শুরু করে।
গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে মালিকপক্ষ বাস বন্ধ করে দেয়ায় পরিবহন বন্ধ হয়ে যায়। এর আগে ৭ সেপ্টেম্বর বেতন–ভাতা বাড়ানোর দাবিতে শ্রমিকেরা তিন জেলার দূরপাল্লার বাস চলাচল বন্ধ করেছিলেন। দুই দিন পর মালিকপক্ষ আশ্বাস দিলে শ্রমিকেরা কাজে ফিরলেও বেতন না বাড়ায় ২২ সেপ্টেম্বর থেকে আবারও কর্মবিরতি শুরু হয়। ২৩ সেপ্টেম্বর বিকেল পর্যন্ত কেবল একতা পরিবহন চললেও পরে সেটিও বন্ধ হয়ে যায়।
মালিকপক্ষ সোমবার বাস ধর্মঘট প্রত্যাহার করলেও শ্রমিকেরা তখনও কাজে ফেরেননি। রাত সাড়ে ১০টার দিকে রাজশাহীর শিরোইল বাসস্ট্যান্ডে তারা মাথায় কাফনের কাপড় বেঁধে বেতন বাড়ানোর দাবিতে বিক্ষোভ দেখান। মঙ্গলবার বেলা পৌনে ১১টার সময়ও তাদের এই বিক্ষোভ লক্ষ্য করা যায়।
পরবর্তীতে দুপুরে নওদাপাড়া বাস টার্মিনালে শ্রমিকনেতাদের সঙ্গে দীর্ঘ বৈঠকে মালিকপক্ষ সুপারভাইজারের ট্রিপপ্রতি ভাড়া ৫০ টাকা এবং হেলপারের ভাড়া ১০০ টাকা বাড়ানোর প্রতিশ্রুতি দেন। এ ঘোষণার পর শ্রমিকেরা কাজে ফিরেন।
রাজশাহী মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম বলেন, 'শ্রমিকদের নিয়ে আজ সভা হয়েছে। সুপারভাইজার ও হেলপারের বেতন বাড়ানোর প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এটি তিন দিন পর কার্যকর হবে। অন্য দাবির জন্য মালিকপক্ষ এক মাস সময় নিয়েছে।'
উত্তরবঙ্গ বাস মালিক সমিতির মহাসচিব নজরুল ইসলাম জানান, 'চালকরা ট্রিপপ্রতি ১ হাজার ৭৫০ টাকা, সুপারভাইজার ৭৫০ টাকা এবং হেলপার ৬৫০ টাকা পাবেন। তিন দিন পর সুপারভাইজার অতিরিক্ত ৫০ টাকা এবং হেলপার অতিরিক্ত ১০০ টাকা পাবেন।'
দেশ ট্র্যাভেলসের বাসচালক জিয়াউর রহমান বলেন, 'সভায় প্রতিশ্রুতি এবং এক মাস সময়সীমা বিবেচনায় নিয়ে আমরা গাড়ি চালানোর সিদ্ধান্ত নিয়েছি।'

Comments
Comments