নিখোঁজ তরুণের লাশ ধানমন্ডি লেকে
| লাশ উদ্ধার | প্রতীকী ছবি |
রাজধানীর ধানমন্ডি লেক থেকে মো. ওমর ফারুক মোল্লা (১৮) নামের এক তরুণের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি কয়েক দিন ধরে নিখোঁজ ছিলেন।
আজ রোববার সকালে ধানমন্ডি লেকে লাশটি ভাসতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেন। পরে ধানমন্ডি থানার পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।
ধানমন্ডি থানার উপপরিদর্শক (এসআই) মো. খলিলুর রহমান বলেন, ওমর ফারুক ৩ অক্টোবর বিকেলে রাজধানীর হাজারীবাগের বাসা থেকে বের হয়েছিলেন। এরপর তিনি আর ফিরে আসেননি।
ওমর ফারুকের বাবা আবদুল কুদ্দুস মোল্লা মাছের ব্যবসা করেন। তিনি হাজারীবাগ এলাকায় পরিবার নিয়ে থাকেন।
পরিবারের বরাত দিয়ে ধানমন্ডি থানার এসআই মো. খলিলুর রহমান বলেন, ওমর ফারুক কোনো চাকরি করতেন না, তবে মাঝেমধ্যে বাবার মাছের ব্যবসায় সাহায্য করতেন। এ নিয়ে কিছুদিন ধরে পরিবারে মান–অভিমান চলছিল। ৩ অক্টোবর বিকেলে খাওয়াদাওয়া শেষে তিনি বাসা থেকে বের হন, তারপর আর ফেরেননি। পরিবার ভেবেছিল, তিনি হয়তো কোনো বন্ধুর বাসায় আছেন, তাই থানায় নিখোঁজের জিডি করা হয়নি।
পুলিশ জানায়, লাশ উদ্ধারের পর ওমর ফারুকের পকেটে একটি মানিব্যাগ পাওয়া যায়। সেখানে থাকা মুঠোফোন নম্বরে কল দিয়ে তাঁর পরিচয় নিশ্চিত করা হয়। পরে পরিবার গিয়ে মরদেহ শনাক্ত করে।
পরিবারের ধারণা, অসাবধানতাবশত তিনি লেকে পড়ে মারা গেছেন। ওমর ফারুক সাঁতার জানতেন না।
ওমর ফারুকের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানায়, ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
একটি মন্তব্য পোস্ট করুন