[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

ছাত্রশিবির বলছে, শাকসু নির্বাচনে বাধা দেওয়ার চেষ্টা করছে একটি পক্ষ

প্রকাশঃ
অ+ অ-
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসের সার্বিক পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন করেছে ছাত্রশিবির। আজ বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ইউনিভার্সিটি সেন্টার (ইউসি) ভবনে | ছবি: পদ্মা ট্রিবিউন 

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্রসংসদ (শাকসু) নির্বাচন বানচালের চেষ্টা হচ্ছে বলে অভিযোগ করেছে ইসলামী ছাত্রশিবির। আজ বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ইউনিভার্সিটি সেন্টার (ইউসি) ভবনে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান সংগঠনের বিশ্ববিদ্যালয় শাখার সেক্রেটারি মাসুদ রানা (তুহিন)।

সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মাসুদ রানা বলেন, ‘আমরা দেখতে পাচ্ছি একটি পক্ষ শাকসু নির্বাচন বানচালের চেষ্টা করছে। আমরা দাবি জানিয়ে আসছি দ্রুতই শাকসু নির্বাচন হবে। নির্বাচন হলে আমরা জয়লাভ করব, ইনশা আল্লাহ।’

এর আগে লিখিত বক্তব্যে ছাত্রশিবিরের সেক্রেটারি বলেন, ‘আমরা চাই বিশ্ববিদ্যালয় প্রশাসন দ্রুততম সময়ে শাকসু পুনর্গঠন ও বাস্তবায়নের উদ্যোগ নিক। এটি শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার চর্চার একটি বৈধ প্ল্যাটফর্ম। শাকসুর মাধ্যমে শিক্ষার্থীরা তাঁদের দাবি, মতামত ও সমস্যাগুলো সঠিকভাবে উপস্থাপন করতে পারবে, যা প্রশাসন ও ছাত্রসমাজের মধ্যে সেতুবন্ধন তৈরি করবে। এ মাধ্যমেই আমাদের ভবিষ্যত নেতৃত্ব গড়ে উঠবে।’

অনাবাসিক শিক্ষার্থীদের ভাতার ব্যবস্থা করারও দাবি জানিয়েছেন মাসুদ রানা। তিনি বলেন, ‘শতভাগ আবাসিক বিশ্ববিদ্যালয় গঠন করতে হবে। আবাসনের সংকট শিক্ষার্থীদের একাডেমিক মনোযোগ ও মানসিক সুস্থতায় নেতিবাচক প্রভাব ফেলে। যথাযথ পরিকল্পনা, স্বচ্ছতা ও সময়োপযোগী বাস্তবায়নের মাধ্যমে এই সমস্যা দূর করা সম্ভব। এছাড়া বিশ্ববিদ্যালয় প্রশাসনের ব্যবস্থাপনায় অনাবাসিক শিক্ষার্থীদের জন্যও ভাতার ব্যবস্থা করতে হবে।’

আবাসিক হলে নির্দিষ্ট দলের নামে আসন বা কক্ষ থাকা প্রসঙ্গে মাসুদ রানা বলেন, ‘আগে যেমন পরিবেশ ছিল, আমরা সেটা চাই না। ক্যাম্পাসে সহাবস্থানের রাজনীতি থাকবে, কিন্তু হলে রাজনীতির জায়গা সীমিত থাকবে। সেখানে শিক্ষার্থীরা মেধার ভিত্তিতে থাকবে।’

সংবাদ সম্মেলনে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা, গবেষণার সুযোগ বৃদ্ধি, ছাত্রীদের নিরাপত্তা ও সম্মান নিশ্চিত করা, খেলাধুলা ও সুস্থ সংস্কৃতি চর্চার সুযোগ নিশ্চিত করা, প্রশাসনের জবাবদিহিতা ও স্বচ্ছতা, অবকাঠামোগত উন্নয়ন এবং বহিষ্কার ইস্যু ও বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি নিয়ে ছাত্রশিবিরের নেতারা কিছু প্রস্তাবনা ও দাবি তুলে ধরেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের বিশ্ববিদ্যালয় শাখার অফিস সম্পাদক মুজাহিদুল ইসলাম, প্রচার সম্পাদক মহসিনুর রহমান প্রমুখ।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন