[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের সচিবালয়মুখী মিছিলে পুলিশের বাধা

প্রকাশঃ
অ+ অ-
হাইকোর্ট মোড়ে পৌঁছলে পুলিশ শিক্ষক-কর্মচারীদের বাধা দেয় | ছবি: পদ্মা ট্রিবিউন  

তিন দফা দাবিতে আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষক–কর্মচারীদের সচিবালয় অভিমুখী মার্চ পুলিশ আটকে দিয়েছে। আজ মঙ্গলবার বিকেল সাড়ে চারটার দিকে হাইকোর্ট মোড়ে পৌঁছালে পুলিশ তাদের বাধা দেয়।

এর আগে বিকেল চারটার দিকে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে ‘মার্চ টু সচিবালয়’ শুরু করেন এমপিওভুক্ত শিক্ষক–কর্মচারীরা।

 হাইকোর্টের সামনে শিক্ষক-কর্মচারীরা ও পুলিশ সদস্যরা মুখোমুখি অবস্থান করছেন | ছবি: পদ্মা ট্রিবিউন  

শহীদ মিনারে বক্তব্যে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোটের সদস্যসচিব দেলাওয়ার হোসেন আজিজী জানান, প্রশাসনকে বিকেল চারটার মধ্যে প্রজ্ঞাপন জারির জন্য সময় দেওয়া হয়েছিল। প্রজ্ঞাপন না জারি হওয়ায় তারা সচিবালয় অভিমুখে মিছিল বের করেছেন।

মিছিল শহীদ মিনার থেকে দোয়েল চত্বর হয়ে সচিবালয় যাওয়ার পথে হাইকোর্ট মোড়ে পুলিশ তাদের থামায়। সেখানে পুলিশের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। হাইকোর্ট মোড় ও শিক্ষা ভবনের সামনে দুই স্তরের ব্যারিকেড স্থাপন করা হয়েছে। এছাড়া শিক্ষা ভবনের সামনে দুটি জলকামান ও দুটি সাঁজোয়া যান মোতায়েন রয়েছে।

বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের ‘মার্চ টু সচিবালয়’ কর্মসূচি | ছবি: পদ্মা ট্রিবিউন 

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন