[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

বিএনপি সরকারে এলে জিডিপির পাঁচ শতাংশ শিক্ষায় ব্যয় করবে: শামা ওবায়েদ

প্রকাশঃ
অ+ অ-
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আলোচনা সভায় বক্তব্য দেন বিএনপির ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। শনিবার সকালে বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে | ছবি: পদ্মা ট্রিবিউন 

বিএনপির ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ বলেছেন, শিক্ষা ও গবেষণা নিয়ে বিএনপির আলাদা চিন্তাভাবনা আছে। তিনি বলেন, ‘আমরা আমাদের ৩১ দফার ২৫ নম্বরে খুব পরিষ্কারভাবে শিক্ষাব্যবস্থার কথা বলেছি। জনগণের ভোটে সরকার গঠন করতে পারলে জিডিপির ন্যূনতম ৫ শতাংশ শিক্ষা খাতে ব্যয় করব।’

আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

‘বিজ্ঞান শিক্ষার নীতি ও বাস্তবতা: বাংলাদেশ প্রেক্ষিত’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ সোশিও কালচারাল ফোরাম (বিএসসিএফ)। তিন দিনব্যাপী অ্যাস্ট্রোনমি ক্যাম্পের অংশ হিসেবে এই আলোচনা হয়। এ বছর ক্যাম্পে রাজশাহী ও বগুড়ার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের হাজারো শিক্ষার্থী অংশ নেন।

শিক্ষাব্যবস্থার সমালোচনা করে শামা ওবায়েদ বলেন, ‘ছোট থাকতে আমরা প্রাইমারি স্কুলে শিখেছিলাম, শিক্ষাই জাতির মেরুদণ্ড। এখন মনে হচ্ছে, জাতির মেরুদণ্ড নেই অথবা ভেঙে যাচ্ছে। আমাদের শিক্ষাব্যবস্থায় প্রথম গলদ হচ্ছে—আমরা আমাদের ছেলে-মেয়েরা যা পছন্দ করে, তা পড়তে দিই না। দ্বিতীয়ত, আমাদের সিস্টেমে শিক্ষাটা এখন ব্যবসায় পরিণত হয়েছে।’

আলোচনা সভায় শামা ওবায়েদ ছাড়াও এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, নারীনেত্রী উমামা ফাতেমাসহ বিভিন্ন ব্যক্তি অংশ নেন। শনিবার সকালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে | ছবি: পদ্মা ট্রিবিউন 

জেলায় জেলায় বিশ্ববিদ্যালয় স্থাপনের সমালোচনা করে বিএনপির এই নেত্রী বলেন, গত ১৭ বছরে প্রতিটি জেলায় বিজ্ঞান ও প্রযুক্তি ও কৃষি বিশ্ববিদ্যালয় করা হয়েছে। গোপালগঞ্জে ইউরোপীয় ধাঁচে বড় বড় ভবন তৈরি করা হয়েছে। এতে কত কোটি টাকা খরচ হয়েছে, তা তিনি জানেন না। তবে সেখানে অনেক চুরি হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। তাঁর ভাষায়, শুধু দুর্নীতি করার জন্যই এসব অবকাঠামো তৈরি করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় ও শিক্ষা-সংক্রান্ত প্রকল্পের সঙ্গে যুক্ত লোকজনের চুরির সুযোগ করে দিতেই বিশ্ববিদ্যালয়গুলো করা হয়েছে, পড়াশোনার জন্য নয়।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, তরুণ নারীনেত্রী উমামা ফাতেমা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক রায়হানা শামস ইসলাম, ইনস্টিটিউট অব ইনফরমেটিকস অ্যান্ড ডেভেলপমেন্টের প্রধান নির্বাহী সাঈদ আহমেদ এবং রাজবাড়ী সরকারি উচ্চবিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের শিক্ষক রেজাউল করিম।

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন