[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

দুপুরে রেড ক্রিসেন্টের চেয়ারম্যানের পদত্যাগ চেয়ে বিক্ষোভ, সন্ধ্যায় এনসিপি থেকে অব্যাহতি

প্রকাশঃ
অ+ অ-
মুনতাসির মাহমুদকে দলের দক্ষিণাঞ্চলের সংগঠক পদ থেকে অব্যাহতি দিয়েছে জাতীয় নাগরিক পার্টির | ছবি: মুনতাসির মাহমুদের ফেসবুক অ্যাকাউন্ট থেকে নেওয়া৷

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যানের পদত্যাগ দাবি করে বিক্ষোভ করা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের সংগঠক মুনতাসির মাহমুদকে দলটি অব্যাহতি দিয়েছে। রোববার দুপুরে বিক্ষোভের পর সন্ধ্যায় এই সিদ্ধান্ত জানানো হয়।

মুনতাসির মাহমুদ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. আজিজুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ তুলে একদল লোক নিয়ে দুপুরে মগবাজারের সংস্থার কেন্দ্রীয় কার্যালয়ে ঢুকে বিক্ষোভ করেন।

পরবর্তীতে সন্ধ্যায় এনসিপি তাঁকে কারণ দর্শানোর নোটিশ ও অব্যাহতির চিঠি পাঠিয়েছে। দলটির ভেরিফায়েড ফেসবুক পেজে চিঠিটি প্রকাশ করা হয়েছে। চিঠিতে বলা হয়েছে, “আপনার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলাভঙ্গের গুরুতর অভিযোগ উত্থাপিত হয়েছে। প্রাথমিক সত্যতা পাওয়ায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশে আপনাকে দলের সব ধরনের সাংগঠনিক কর্মকাণ্ড থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হলো। এই অব্যাহতি আজ থেকেই কার্যকর হবে।”

একই সঙ্গে কেন মুনতাসিরকে স্থায়ীভাবে অব্যাহতি দেওয়া হবে না, তা লিখিতভাবে দলের কেন্দ্রীয় শৃঙ্খলা কমিটির প্রধান আবদুল্লাহ আল-আমিনের কাছে ৪৮ ঘণ্টার মধ্যে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

মুনতাসির মাহমুদের বিরুদ্ধে এই সিদ্ধান্তের কারণ চিঠিতে সরাসরি উল্লেখ করা হয়নি। চিঠিতে দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষর রয়েছে। তিনি বলেন, 'তিনি দলের সাংগঠনিক শৃঙ্খলার বাইরে গিয়ে কাজ করেছেন। এ জন্য তাঁকে এই চিঠি দেওয়া হয়েছে। রেড ক্রিসেন্টের ঘটনার কারণে এমন সিদ্ধান্ত নেওয়া হয়নি। এখন শৃঙ্খলা কমিটি থেকে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে, তদন্ত চলাকালে আমরা এ বিষয়ে বেশি কিছু বলতে পারব না।' 

এ বিষয়ে মুনতাসির মাহমুদকে হোয়াটসঅ্যাপে কল করলে তিনি কলটি কেটে দেন।

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন