আইজিপির নামে ভুয়া ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে
প্রকাশঃ
![]() |
পুলিশ সদর দপ্তর | ফাইল ছবি |
সামাজিক যোগাযোগমাধ্যমে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বক্তব্য হিসেবে একটি ফটোকার্ড ছড়িয়ে পড়েছে। তবে পুলিশ সদর দপ্তর জানিয়েছে, সেখানে প্রচারিত জামিন নিয়ে করা বক্তব্য আইজিপির নয়।
আজ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ সদর দপ্তর এ কথা জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ফটোকার্ডে লেখা হয়েছে—‘গ্রেপ্তার হওয়া বড় বড় অপরাধীরা দুই–তিন দিনের মধ্যে জামিনে বের হয়ে যায়, কিভাবে তা বোধগম্য নয়।’ কিন্তু এই বক্তব্য আইজিপি দেননি।
মঙ্গলবার পুলিশ সদর দপ্তরে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে আইজিপির বক্তব্য বিকৃত করে ওই ফটোকার্ড বানানো হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
এ বিষয়ে পুলিশ সদর দপ্তর বলেছে, উদ্দেশ্যমূলকভাবে ভুয়া তথ্য ছড়ানো হচ্ছে এবং তারা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছে।
একটি মন্তব্য পোস্ট করুন