[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

‘আমার একটা হাত নাই, আর্টিফিশিয়াল হাত, এটাও ওরা বাড়ি মেরে ভেঙে ফেলছে’

প্রকাশঃ
অ+ অ-
পুলিশের সঙ্গে সংঘর্ষের মধ্যে রাস্তায় পড়ে যান আতিকুল ইসলাম (আতিকুল গাজী)। এ সময় তাঁর কৃত্রিম হাতটিও রাস্তায় পড়ে থাকতে দেখা যায়। শুক্রবার দুপুরে রাজধানী মানিক মিয়া অ্যাভিনিউয়ে | ছবি: পদ্মা ট্রিবিউন

'আমার একটা হাত নেই, আর্টিফিশিয়াল (কৃত্রিম) হাত; এটাও ওরা (পুলিশ) বাড়ি মেরে ভেঙে ফেলছে। আমার কাছে কি পর্যাপ্ত টাকা আছে যে আমি আরেকটা হাত কিনে নেব? এটা কি রাষ্ট্রের কোনো কার্যক্রম হতে পারে? আমার একটা হাতই নেই, এটা আর্টিফিশিয়াল—সেটাও আবার বাড়ি দিয়ে ভেঙে ফেলছে; এট কোনো রাষ্ট্রের কার্যক্রম হতে পারে না।' 

জাতীয় সংসদ ভবন এলাকায় পুলিশের পিটুনিতে আহত হওয়ার পর এই কথাগুলো বলছিলেন আতিকুল ইসলাম আতিকুল গাজী। আতিকুলসহ কয়েক শত ব্যক্তি নিজেদের ‘জুলাই যোদ্ধা’ হিসেবে বৃহস্পতিবার রাত থেকে সংসদ ভবন এলাকায় বিক্ষোভ করছিলেন। তাঁরা দাবি করেছিলেন, তাদের দাবি মেনে নেওয়া না হলে ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’ স্বাক্ষর হতে দেবেন না। বিক্ষোভকারীরা সকালে প্রাচীর টপকে সনদ স্বাক্ষর অনুষ্ঠানের মঞ্চের সামনে অবস্থান নেন। পুলিশ কর্মকর্তা এবং জাতীয় ঐকমত্য কমিশনের সদস্যরা অনুরোধ করলেও তাঁরা সরেননি। পরে পুলিশ জোর করে তাদের তুলে দেয়।

শুক্রবার দুপুরে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের মঞ্চ থেকে সরিয়ে দেওয়ার পর বিক্ষোভকারীরা মানিক মিয়া অ্যাভিনিউয়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ান। তারা পুলিশের বাসসহ বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করে, সড়কে আগুন জ্বালায়। দুই ঘণ্টা পাল্টাপাল্টি ধাওয়ার পর বৃষ্টির মধ্যে বিকেলের আগে পরিস্থিতি শান্ত হয়।

ঢিল ছোড়াছুড়ি, পুলিশের লাঠিপেটা, কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ এবং সাউন্ড গ্রেনেড ফাটানোর মধ্যে উভয় পক্ষের অন্তত ২৭ জন আহত হন। এদের একজন আতিকুল ইসলাম।

আহত হওয়ার পর আজ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন আতিকুল। তিনি বলেন, 'ডাক্তার ওষুধ লিখে দিয়েছেন। এরপর এক্স-রে করা হয়েছে, বলেছে হাড় ভাঙেনি, তবে একটু নইরা (নড়ে) গেছে। আমি ট্রিটমেন্ট নিয়ে বাসায় এসেছি, বিশ্রামের জন্য। ডাক্তার বলেছেন, কিছুদিন বিশ্রামে থাকতে হবে।;' 

এপিবিএনের (আর্মড পুলিশ ব্যাটালিয়ন) সদস্যরা তাঁর ওপর হামলা চালিয়েছে জানিয়ে আতিকুল বলেন, 'আমরা আমাদের যৌক্তিক দাবির জন্য সংসদ ভবনের সামনে ঘেরাও করেছিলাম। তার জন্যই আমাদের ওপর আগে চড়াও হয়ে আক্রমণ চালানো হয়েছে।' 

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন