নরসিংদীতে প্রিজন ভ্যানে তোলার সময় হাতকড়া খুলে পালালেন আসামি
| প্রতীকী ছবি |
নরসিংদীতে আদালত থেকে কারাগারে নেওয়ার সময় কৌশলে হাতকড়া খুলে পালিয়েছেন এক আসামি। ঘটনা ঘটে গতকাল মঙ্গলবার সন্ধ্যা ছয়টার দিকে জেলার আদালত চত্বরে। রায়পুরা থানায় দায়ের করা একটি ডাকাতির প্রস্তুতি মামলার প্রধান আসামি তিনি।
ওই আসামির নাম সাগর (৩২)। তিনি রায়পুরা উপজেলার শ্রীরামপুর এলাকার ফিরোজ মিয়ার ছেলে।
রায়পুরা থানার ওসি আদিল মাহমুদ জানান, ২০২৩ সালের ডাকাতির প্রস্তুতির মামলার প্রধান আসামি সাগর। গত সোমবার রাতে রায়পুরা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এরপর গতকাল বেলা দেড়টার দিকে তাঁকে নরসিংদী আদালতে পাঠানো হয়।
আদালত সূত্র জানায়, গ্রেপ্তার সাগরকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নওরিন ইসলামের আদালতে তোলা হলে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। এরপর সন্ধ্যা ছয়টার দিকে অন্য আসামিদের সঙ্গে প্রিজন ভ্যানে তোলা হলে কৌশলে হাতকড়া খুলে পালিয়ে যান সাগর।
আদালত পুলিশের পরিদর্শক সাইরুল ইসলাম জানান, এর আগে ওই মামলায় তিন দফায় জামিন পেয়েছিলেন সাগর। কিন্তু হাজিরা দিতে আসতেন না। এ কারণে তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। এবার জামিনের আবেদনও করেননি তিনি এবং কৌশলে পালিয়ে যান। তাঁকে গ্রেপ্তারে অভিযান চলছে।
একটি মন্তব্য পোস্ট করুন