[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

কুড়িগ্রাম সীমান্তে অনুপ্রবেশের সময় ১১ রোহিঙ্গা আটক

প্রকাশঃ
অ+ অ-
কুড়িগ্রাম জেলার মানচিত্র

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট স্থলবন্দর সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় ১১ জন রোহিঙ্গাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার সকাল ছয়টার দিকে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন উখিয়ার কুতুপালং ক্যাম্পের রবিউল ইসলাম (২৪), রাজিয়া বেগম (২১) ও তাঁদের আড়াই বছর বয়সী শিশু, একই ক্যাম্পের শফিউল্লাহ (১৮), নুরনবী (১৫), বালুখালী ক্যাম্পের আমিনা বেগম (৩৫), আব্দুল আজিজ (১৫), ইমান আলী ওরফে ইসমাইল আজাদ (৪৮) এবং ৯, ৭ ও ৬ বছর বয়সী তিনটি শিশু।

বিজিবি সূত্রে জানা গেছে, সকাল ছয়টার দিকে সোনাহাট-কচাকাটা সড়কের পাশে ঘোরাঘুরি করার সময় তাদের আটক করা হয়। পরে সোনাহাট বিজিবি ক্যাম্পের টহল দল তাদের হেফাজতে নেয়।

বিজিবি আরও জানায়, প্রায় আট বছর আগে তাঁরা কক্সবাজারের উখিয়ার কুতুপালং ও বালুখালী ক্যাম্প থেকে কাজের সন্ধানে অবৈধভাবে ভারতে গিয়েছিলেন। সেখানে হায়দরাবাদের কাঞ্চনবাগ এলাকায় অবস্থান করছিলেন। তাঁদের পরিবারের অন্য সদস্যরা এখনো কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে আছেন।

ভূরুঙ্গামারী থানার ওসি আল হেলাল মাহমুদ বলেন, ‘শুক্রবার সকালে বিজিবি ১১ জন রোহিঙ্গাকে আটক করে আমাদের কাছে হস্তান্তর করেছে। তারা কক্সবাজার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। তথ্য যাচাই-বাছাই শেষে আবারও তাদের রোহিঙ্গা ক্যাম্পে পাঠানোর প্রক্রিয়া চলছে।’

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন