মাদ্রাসা অধ্যক্ষের মামলায় পুলিশকে হুঁশিয়ারি জামায়াতের এমপি প্রার্থীর
![]() |
জামায়াত নেতার বিরুদ্ধে ধর্ষণচেষ্টার মামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন দলটির নেতা-কর্মীরা। গতকাল শুক্রবার বিকেলে ঢাকার নবাবগঞ্জ পাইলট স্কুল এলাকায় | ছবি: পদ্মা ট্রিবিউন |
তদন্ত ছাড়াই একজন রাজনৈতিক নেতা ও মাদ্রাসা অধ্যক্ষের বিরুদ্ধে ধর্ষণচেষ্টার মামলা নেওয়া হয়েছে বলে অভিযোগ তুলে পুলিশকে সতর্ক করেছেন জামায়াতে ইসলামীর ঢাকা-১ আসনের এমপি মো. নজরুল ইসলাম। তিনি পুলিশকে নিরপেক্ষভাবে কাজ করার আহ্বান জানিয়ে সোজা পথে চলার পরামর্শ দেন।
শুক্রবার বিকেলে নবাবগঞ্জে জামায়াতে ইসলামীর শাখা সেক্রেটারি মোহাম্মদ আলীর বিরুদ্ধে করা মামলার প্রতিবাদে বিক্ষোভ শেষে এক পথসভায় এসব কথা বলেন নজরুল ইসলাম।
ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এই নেতা বলেন, ‘আমরা প্রশাসনকে বলেছিলাম, কোনো রাজনৈতিক উদ্দেশ্যে যদি অভিযোগ করা হয় এবং তদন্ত ছাড়াই যদি তা গ্রহণ করেন, তাহলে এর ফল ভালো হবে না। অন্যায়ের কাছে মাথা নত করা যাবে না। অথচ রাতের অন্ধকারে একটি মহলের ইশারায় টাকার বিনিময়ে একজন আলেমের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হলো।’
তিনি আরও বলেন, ‘রাজনৈতিক মাঠ শান্ত আছে। শান্ত থাকতে দিন। না হলে এর পরিণতি ভালো হবে না। অবিলম্বে এই মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। না হলে যাঁরা এর সঙ্গে জড়িত, তাঁদের পেছনের দরজা দিয়ে পালাতে হবে।’
সমাবেশে সভাপতিত্ব করেন নবাবগঞ্জ উপজেলা জামায়াতের আমির ইব্রাহিম খলিল। এতে জামায়াত-শিবিরের নেতা-কর্মী ও সমর্থকেরা অংশ নেন।
একটি মন্তব্য পোস্ট করুন