[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

নাটোরে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৩

প্রকাশঃ
অ+ অ-

সোমবার দুপুরে বড়াইগ্রামের গুনাইহাটি গ্রামে নাটোর-পাবনা মহাসড়কে বাসের চাপায় অটোরিকশা দুমড়ে–মুচড়ে যায় | ছবি: পদ্মা ট্রিবিউন

নাটোরের বড়াইগ্রামে নাটোর-পাবনা মহাসড়কে বাসচাপায় আজ সোমবার বেলা আড়াইটার দিকে একটি অটোরিকশার চালকসহ তিনজন নিহত হয়েছেন। একই দুর্ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।

নিহতরা হলেন বড়াইগ্রাম উপজেলা সমাজসেবা কার্যালয়ের অফিস সহায়ক আনসার আলী (৬০), অটোরিকশাচালক মুনছের প্রামাণিক (৬৮) ও যাত্রী মো. নয়ন (২৮)। আনসার আলী কালিকাপুর বেড়পাড়া গ্রামের বাসিন্দা। মুনছের প্রামাণিক ও নয়নের বাড়ি লালপুর উপজেলার ধলা গ্রামে।

আহতরা হলেন বড়াইগ্রামের রাসেল হোসেন (২৬), মাসুদ রানা (৪০) ও রাশেদা বেগম (৫০)। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বনপাড়া হাইওয়ে থানা সূত্রে জানা যায়, নাটোরের বনপাড়া এলাকায় আজ দুপুরে একটি অটোরিকশা পেছন থেকে আসা বাসে চাপা পড়ে। বনপাড়া বাজার থেকে পাঁচজন যাত্রী নিয়ে অটোরিকশাটি মানিকপুর ছাতনীগাছা গ্রামে যাচ্ছিল। গুনাইহাটি এলাকায় পৌঁছালে বাসের ধাক্কায় অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই তিনজন মারা যান এবং তিনজন আহত হন।

খবর পেয়ে বনপাড়া ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। এ সময় ক্ষুব্ধ স্থানীয়রা মহাসড়কে অবস্থান নিলে কিছুক্ষণের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বনপাড়া হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) মোরশেদ আলম জানান, বাসের চালক পালিয়ে গেছে, তবে বাসটি জব্দ করা হয়েছে।

বনপাড়া হাইওয়ে থানার পরিদর্শক গোলাম সারোয়ার হোসেন জানান, এ ঘটনায় মামলা প্রস্তুত করা হচ্ছে এবং বাসচালককে আটক করার চেষ্টা চলছে। 

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন