[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

অনলাইনে জামিননামা গ্রহণ শুরু বুধবার, এক ক্লিকে পৌঁছাবে জেলখানায়: আইন উপদেষ্টা

প্রকাশঃ
অ+ অ-
সুপ্রিম কোর্ট মিলনায়তনে ‘অ্যাটর্নি জেনারেল’স অফিস ইন্টার্নশিপ প্রোগ্রাম ২০২৫’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন আইন উপদেষ্টা আসিফ নজরুল | ছবি: পদ্মা ট্রিবিউন  

অনলাইনে  জামিননামা (বেলবন্ড) গ্রহণের পরীক্ষামূলক প্রক্রিয়া আগামীকাল বুধবার থেকে শুরু হচ্ছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।

মঙ্গলবার সকালে সুপ্রিম কোর্ট মিলনায়তনে ‘অ্যাটর্নি জেনারেল’স অফিস ইন্টার্নশিপ প্রোগ্রাম ২০২৫’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এ কথা জানান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আইন উপদেষ্টা বলেন, একজন বন্দিকে জামিন দিয়ে ছাড়া পাওয়ার জন্য সাধারণত ১২ ধাপের মধ্য দিয়ে যেতে হয়, প্রতিটি ধাপে টাকা দেওয়া বা হয়রানির সম্ভাবনা থাকে। পাইলট প্রকল্প চালু হলে এক ক্লিকে আদালতের রায় থেকে বেলবন্ড সরাসরি জেলখানায় পৌঁছে যাবে।

অনুষ্ঠানে জানানো হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, ব্র্যাক বিশ্ববিদ্যালয় ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে আইনে স্নাতক ২৫ জন ৬ মাসের জন্য অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে ইন্টার্নশিপ প্রোগ্রামে অংশ নিচ্ছেন। এটি দেশের ইতিহাসে প্রথম এমন উদ্যোগ। প্রোগ্রামের সহযোগিতায় রয়েছে জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)।

নিজের অভিজ্ঞতা তুলে ধরে আসিফ নজরুল বলেন, তিনি ৪০ বছর আগে একজন নতুন গ্র্যাজুয়েট হিসেবে ইন্টার্নশিপ করেছিলেন। তিনি বলেন, 'আমাদের এখানে আসলে ইন্টার্নশিপ বলতে তেমন কিছু হয় না। হয়তো আগের পরিস্থিতি কিছুটা উন্নত হয়েছে, তবে আরও অনেক উন্নয়নের প্রয়োজন রয়েছে।'

তিনি আরও বলেন, 'স্টুডেন্ট লাইফে দেখতাম, ইউএনডিপি বা অন্যান্য সংস্থা এই ধরনের উদ্যোগে থাকে। আমাদেরও এমন মানসিকতা গড়ে তুলতে হবে যে, পার্টনার না থাকলেও প্রোগ্রাম পরিচালনা করতে পারি। আইন মন্ত্রণালয় থেকে আমরা অনেক সংস্কার করেছি, সম্পূর্ণ নিজের উদ্যোগে।' 

ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, ব্র্যাক বিশ্ববিদ্যালয় ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে আইনে স্নাতক ডিগ্রিধারী ২৫ জন ৬ মাসের জন্য অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে ইন্টার্নশিপ প্রোগ্রামে অংশ নিচ্ছেন | ছবি: পদ্মা ট্রিবিউন  

অনলাইনে জামিননামা গ্রহণ প্রসঙ্গে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, ‘আগামীকাল আমরা পাইলট প্রজেক্ট চালু করতে যাচ্ছি। এক ক্লিকেই আদালতের রায় সরাসরি জেলখানায় পৌঁছে যাবে। আমরা আমাদের সরকারের টাকা ব্যবহার করে এটি করছি, কারও সাহায্য লাগবে না। নিজেদের এই আত্মবিশ্বাস অর্জন করতে হবে। আমরা যদি ভাবি যে অন্যদের সাহায্য ছাড়া আমরা পারব না, সেটা ঠিক নয়।’

সরকারের অর্থনৈতিক সক্ষমতার দিকে ইঙ্গিত দিয়ে তিনি বলেন, ‘আমাদের সরকারের অনেক টাকা আছে। প্রবাসী ব্যাংকে প্রায় ১,৬০০ কোটি টাকা রয়েছে। আইজিআর অফিস, রেজিস্ট্রার অফিসে প্রায় ১,৫০০ কোটি টাকা আছে। এগুলো ব্যবহার করে আমরা অনেক ভালো কাজ করতে পারি।’

আয়োজিত অনুষ্ঠানে অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য দেন ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার, নরওয়ের রাষ্ট্রদূত হ্যাকন আরাল্ড গুলব্রানসেন, সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস লিনাস রাগনার উইকস। স্বাগত বক্তব্য দেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক।

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন