পাকিস্তান হাইকমিশনের সঙ্গে আলোচনায় এনসিপি, নেতৃত্বে নাহিদ ইসলাম
প্রকাশঃ
বুধবার নাহিদ ইসলামের নেতৃত্বে পাকিস্তান হাইকমিশনে বৈঠক অনুষ্ঠিত হয় | ছবি: পদ্মা ট্রিবিউন |
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিনিধি দল পাকিস্তানের নবনিযুক্ত হাইকমিশনার ইমরান হায়দারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে। বুধবার ঢাকার পাকিস্তান হাইকমিশনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
প্রতিনিধি দলে নেতৃত্ব দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তাঁর সঙ্গে ছিলেন যুগ্ম সদস্যসচিব আলাউদ্দীন মোহাম্মদ ও যুগ্ম সদস্যসচিব এমএম সুজাউদ্দীন।
বৈঠকে দুই দেশের সম্পর্ক উন্নয়ন ও পারস্পরিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
একটি মন্তব্য পোস্ট করুন