[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

ডাকসুতে জিতে যা বললেন জুলাই আন্দোলনে হামলার শিকার সেই তন্বি

প্রকাশঃ
অ+ অ-

সানজিদা আহমেদ তন্বি | ছবি: তন্বির ফেসবুক থেকে নেওয়া

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে বিপুল ভোটে জয়ী হয়েছেন জুলাই গণ-অভ্যুত্থানে আহত সানজিদা আহমেদ তন্বি। তিনি আজ বুধবার তাঁর ফেসবুকে দেওয়া এক পোস্টে বলেছেন, ভোটারদের আস্থা রাখার সর্বোচ্চ চেষ্টা করবেন।

গতকাল মঙ্গলবার ডাকসু ও হল সংসদ নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। আজ বুধবার সকালে এই নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করে নির্বাচন কমিশন।

ডাকসু নির্বাচনে গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন সানজিদা।

এই পদে মোট ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচন কমিশন ঘোষিত ফলাফল অনুযায়ী, সানজিদা সর্বোচ্চ ১১ হাজার ৭৭৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

সানজিদার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. সাজ্জাদ হোসাইন খান। তিনি পেয়েছেন ৭ হাজার ১৮৯ ভোট। অর্থাৎ সানজিদা তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ৪ হাজার ৫৮৯ ভোটের ব্যবধানে জিতেছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সানজিদা।

জয়ের পর সানজিদা আজ বেলা ১টার দিকে তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট দিয়েছেন। পোস্টে তিনি লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ...নির্বাচনী কঠিন যাত্রায় যারা আন্তরিকভাবে আমাকে হেল্প করেছো/করেছেন, তাদেরকে ধন্যবাদ দিয়ে ছোট করব না। আর যারা ভোট দিয়েছেন, আমার ওপর আস্থা রেখেছেন; তাদের প্রতি কৃতজ্ঞতা। আমি আপনাদের আস্থা রাখার সর্বোচ্চ চেষ্টা করব। “গবেষণা ও প্রকাশনা সম্পাদক” পদে অন্য প্রার্থীদের সঙ্গে সমন্বয় করে কাজ করতেও আগ্রহী আমি। আপনারা আমাকে পরামর্শ দিয়ে পাশে থাকবেন।’

জুলাই গণ-অভ্যুত্থানকালে গত বছরের ১৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রলীগের (বর্তমানে নিষিদ্ধঘোষিত) হামলায় আহত হয়েছিলেন সানজিদা। তাঁর সম্মানে ডাকসুর গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে কোনো প্রার্থী দেয়নি ছাত্রদলসহ একাধিক প্যানেল। সে সময় এ বিষয়ে সানজিদা প্রথম আলোকে বলেছিলেন, ‘ছাত্রদল, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদসহ যেসব সংগঠন আমাকে সম্মান জানিয়েছে, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। তবে আমি লড়াই করেই জিততে চাই।’ 

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন