[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদের জানাজায় মানুষের ঢল

প্রকাশঃ
অ+ অ-

নরসিংদীর মনোহরদীতে সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনের জানাজায় মানুষের ঢল। মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলার শুকুর মাহমুদ উচ্চবিদ্যালয় মাঠে | ছবি: পদ্মা ট্রিবিউন
নরসিংদীর মনোহরদীতে সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনের জানাজায় মানুষের ঢল। মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলার শুকুর মাহমুদ উচ্চবিদ্যালয় মাঠে | ছবি: পদ্মা ট্রিবিউন  

নরসিংদী-৪ (মনোহরদী–বেলাব) আসনের পাঁচবারের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ সরকারের সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টার দিকে মনোহরদী উপজেলার শুকুর মাহমুদ উচ্চবিদ্যালয় মাঠে জানাজা অনুষ্ঠিত হয়। এতে হাজার হাজার মানুষ অংশ নেন।

জানাজা শেষে তাঁর লাশ উপজেলার ব্রাহ্মণহাটা গ্রামের পারিবারিক কবরস্থানে নিয়ে যাওয়া হয়। সেখানে মা–বাবার কবরের পাশে তাঁকে দাফন করা হয়।

এর আগে সোমবার রাতে রাজধানীর গুলশানের আজাদ মসজিদে এশার নামাজের পর প্রথম জানাজা সম্পন্ন হয়।

গত বছরের সেপ্টেম্বরে জুলাই গণ-অভ্যুত্থানের পর ঢাকা থেকে গ্রেপ্তার হন নূরুল মজিদ। তিনি কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দী ছিলেন। ২৭ সেপ্টেম্বর অসুস্থ হয়ে পড়লে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে গত রোববার বিকেলে তাঁকে আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানেই সোমবার সকালে তিনি মারা যান।

আজ সকাল থেকে মনোহরদী ও বেলাবসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার মানুষ জানাজায় অংশ নিতে বিদ্যালয় মাঠে জড়ো হন। বেলা ১১টার দিকে তাঁর লাশ মাঠে পৌঁছালে স্বজন ও সমর্থকদের মধ্যে শোকাবহ পরিবেশ তৈরি হয়।

নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন ১৯৮৬ সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ২০০৮ থেকে ২০২৪ সাল পর্যন্ত তিনি টানা আওয়ামী লীগ–দলীয় সংসদ সদস্য ছিলেন। শেষ দুই মেয়াদে শিল্প মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন তিনি।

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন