[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

কৃষি বিশ্ববিদ্যালয়ের খামার থেকে ১৪ ভেড়া চুরি

প্রকাশঃ
অ+ অ-

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় | ফাইল ছবি

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) গবেষণা প্রকল্পের খামার থেকে উন্নত জাতের ১৪টি ভেড়া চুরি হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, ভেড়াগুলো দরপার ও গাড়ল জাতের।

বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার মধ্যে মাৎস্যবিজ্ঞান অনুষদের গেটসংলগ্ন খামারে এ ঘটনা ঘটে। শল্যচিকিৎসা ও প্রসূতিবিদ্যা বিভাগের অধ্যাপক ফরিদা ইয়াসমিন বারি বলেন, ওই সময় খামারটিতে কোনো প্রহরী দায়িত্বে ছিলেন না।

চুরির ঘটনায় বিশ্ববিদ্যালয় বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে বলে মনে করেন তিনি। অধ্যাপক ফরিদা বলেন, 'দরপার ও গাড়ল জাতের ভেড়াগুলো চর ও হাওর এলাকায় পরিচিত। এখানে তিনটি প্রজনন প্রকল্প ও দুটি গবেষণা কার্যক্রম চলছিল। প্রতিটি ভেড়ার ওজন গড়ে ৩০ থেকে ৪০ কেজি। এখন হাতে আছে মাত্র দুই-তিনটি ভেড়া। এর আগে রেল দুর্ঘটনায় ২০টি ভেড়া মারা গিয়েছিল।' 

তিনি আরও বলেন, 'অত্যন্ত পরিশ্রমে আমি এই ‘নিউক্লিয়ার স্লট’ তৈরি করেছি, যার জন্য গোল্ড মেডেল পেয়েছিলাম। ২০১১ সাল থেকে গবেষণা চালু থাকায় এ ভেড়া থেকে সংগৃহীত  বীর্য ব্যবহার করে শিক্ষার্থীরা ব্যবহারিক প্রশিক্ষণ নিত। এই চুরি শুধু আমার গবেষণাকে নয়, স্নাতক থেকে পিএইচডি পর্যায়ের শিক্ষার্থীদের পড়াশোনাকেও বড় ধাক্কা দিয়েছে।' 

ভারপ্রাপ্ত প্রধান নিরাপত্তা কর্মকর্তা মো. নাজমুল ইসলাম বলেন, 'বুধবার বিকেল ৫টার পর দায়িত্বে থাকা কর্মীরা খামার ছেড়ে যান। রাতে জায়গাটি ফাঁকা ছিল। সকালে নিরাপত্তাকর্মীরা গিয়ে দরজার তালা ভাঙা ও ভেড়া উধাও দেখতে পান।' 

তিনি জানান, 'সিসিটিভি ফুটেজ পর্যালোচনা চলছে এবং থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার প্রস্তুতি নেওয়া হচ্ছে।' 

বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কাউন্সিলের পরিচালক অধ্যাপক মো. আরিফুল ইসলাম বলেন, 'কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে অভিযোগের ভিত্তিতে তদন্ত করা হয়। এ ঘটনায়ও আশপাশের সিসিটিভি ফুটেজ যাচাই চলছে।' 

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন