{getBlock} $results={3} $label={ছবি} $type={headermagazine}

অনলাইনে জুয়ার শাস্তি ২ বছরের কারাদণ্ড, ১ কোটি টাকা জরিমানা

প্রকাশঃ
অ+ অ-

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়

সাইবার স্পেসে জুয়া, জালিয়াতি ও প্রতারণার শাস্তি হবে দুই বছরের কারাদণ্ড বা সর্বোচ্চ এক কোটি টাকা জরিমানা বা উভয় দণ্ড।

সাইবার সুরক্ষা অধ্যাদেশ-২০২৫-এর ২০ ধারা অনুযায়ী এই শাস্তির বিধান রয়েছে। শুক্রবার সরকারি তথ্যবিবরণীতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। 

তথ্য বিবরণীতে বলা হয়েছে, কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা সংস্থা যদি অনলাইনে জুয়া খেলার জন্য ওয়েবসাইট, অ্যাপ বা অন্য কোনো ডিভাইস তৈরি, পরিচালনা বা খেলায় অংশগ্রহণ করে; খেলায় সহায়তা বা উৎসাহ দেয়; কিংবা সামাজিক যোগাযোগমাধ্যম—ফেসবুক, ইউটিউব, হোয়াটসঅ্যাপ, টুইটার, টিকটক—এর মাধ্যমে জুয়ার প্রচার বা বিজ্ঞাপন দেয়, তাহলে তা অপরাধ হিসেবে গণ্য হবে।

অধ্যাদেশের ২০ ধারা অনুযায়ী এই ধরনের অপরাধ সংঘটনের ক্ষেত্রে সর্বাধিক দুই বছরের কারাদণ্ড, এক কোটি টাকা জরিমানা বা উভয় দণ্ডের বিধান রয়েছে। অনলাইন জুয়া বন্ধ করতে হাইকোর্টের নির্দেশনাও ইতিমধ্যেই কার্যকর রয়েছে। 

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন