[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

জাপানে পৌঁছেছে এনসিপির প্রতিনিধিদল

প্রকাশঃ
অ+ অ-

নারিতা বিমানবন্দরে এনসিপির নেতাদের ফুল নিয়ে অভ্যর্থনা জানান প্রবাসী বাংলাদেশি | ছবি: ফেসবুক থেকে নেওয়া

সাংগঠনিক সফরে জাপান গেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিনিধিদল। শুক্রবার স্থানীয় সময় সকাল সাড়ে ৬টায় তারা নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।

এসময় জাপানে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা ফুল দিয়ে তাদের অভ্যর্থনা জানান। এর আগে, বৃহস্পতিবার দুপুর দেড়টার ফ্লাইটে প্রতিনিধি দলটি ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জাপানের উদ্দেশে রওনা হয়।

দলটির সঙ্গে রয়েছেন এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সার্জিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী এবং যুগ্ম মুখ্য সমন্বয়ক মাহাবুব আলম।

জানা গেছে, সফরের সময় তারা জাপানের টোকিও ও ওসাকা শহরে প্রবাসী বাংলাদেশি কমিউনিটি এবং দলের সমর্থকদের সঙ্গে বিভিন্ন সভা ও অনুষ্ঠানে অংশ নেবেন। এছাড়া, জাপানে বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ করে প্রবাসীদের সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলাপ-আলোচনা করবেন।

এ তথ্য এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক ও মিডিয়া সেলের সদস্য মাহাবুব আলমের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন