[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

জাকসু নির্বাচন কমিশনের আরেক সদস্যের পদত্যাগ

প্রকাশঃ
অ+ অ-

জাকসু নির্বাচন কমিশনের সদস্য ড. রেজওয়ানা করিম স্নিগ্ধা | ছবি: সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচন কমিশনের আরেক সদস্য ড. রেজওয়ানা করিম স্নিগ্ধা পদত্যাগ করেছেন।

শনিবার দুপুর ২টার দিকে তিনি পদত্যাগের ঘোষণা দেন। বিষয়টি নিশ্চিত করেছেন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মাহফুজুর রহমান।

ড. রেজওয়ানা করিম স্নিগ্ধা পদত্যাগপত্রে উল্লেখ করেন, নির্বাচন কমিশনের দায়িত্ব পালনকালে তিনি আকস্মিকভাবে অসুস্থ হয়ে পড়েন এবং সরাসরি হাসপাতালে ভর্তি হতে হয়। এ কারণে ব্যালট পেপার, বাজেট চূড়ান্তকরণ ও অমর্ত্য রায়ের প্রার্থিতা বাতিলের মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে তিনি সম্পৃক্ত ছিলেন না। এমনকি এসব বিষয়ে তাঁকে অবহিতও করা হয়নি। তাঁর অভিযোগ, নির্বাচন কমিশন ও প্রশাসন এককভাবে এসব সিদ্ধান্ত নেয়। তবু শারীরিক অসুস্থতা সত্ত্বেও ভোট গণনার সময় তিনি উপস্থিত থেকে যথাসাধ্য দায়িত্ব পালনের চেষ্টা করেন।

তিনি আরও বলেন, দুর্বল প্রশাসনিক কাঠামো, অতিরিক্ত রাজনৈতিক প্রভাব, এমনকি একজন শিক্ষকের অকাল মৃত্যু নিয়েও বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হয়েছে। এসব কারণে কমিশনের সদস্য হিসেবে নিরপেক্ষভাবে কাজ চালিয়ে যাওয়া তাঁর জন্য কঠিন হয়ে পড়েছে।

ড. রেজওয়ানা করিম স্নিগ্ধার অভিযোগ, ৩৩ বছরের দাবি পূরণের এ নির্বাচন শিক্ষার্থীদের নেতৃত্ব গঠনের বদলে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা হচ্ছে। তাই একজন শিক্ষক হিসেবে নিরপেক্ষতা বজায় রাখতে তিনি আর কমিশনে থাকতে চান না।

এর আগে গত শুক্রবার রাতে নির্বাচন কমিশনের আরেক সদস্য অধ্যাপক মাফরুহী সাত্তার পদত্যাগ করেন। অভিযোগগুলোর নিষ্পত্তি না করেই ভোট গণনা চালিয়ে যাওয়ায় তিনি দায়িত্ব থেকে সরে দাঁড়ান।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন