[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

পরিস্থিতির উন্নতি হলে সব ধরনের ভিসা প্রদান শুরু হবে

প্রকাশঃ
অ+ অ-

টাঙ্গাইলের মির্জাপুরে দানবীর রণদা প্রসাদ সাহার পূজামণ্ডপ পরিদর্শন করতে এসে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা | ছবি: পদ্মা ট্রিবিউন  

বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা বলেছেন, 'বাংলাদেশের জন্য চিকিৎসা ভিসাসহ বিভিন্ন ধরনের ভারতীয় ভিসা বর্তমানে চালু রয়েছে। পরিস্থিতির উন্নতি হলে ভিসা অফিস সব ধরনের ভিসা প্রদান শুরু করবে।'

সোমবার সন্ধ্যায় টাঙ্গাইলের মির্জাপুরে দানবীর রণদা প্রসাদ সাহা'র পূজামণ্ডপ পরিদর্শন করতে এসে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। তিনি শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়ে বলেন, 'তিনি কুমুদিনীতে সপ্তমীর পূজা উদ্‌যাপনে এসেছেন, যা সবার জন্য আনন্দের উপলক্ষ।'

তিনি যোগ করেন, 'দুর্গাপূজা ভারত ও বাংলাদেশে একই উৎসাহের সঙ্গে পালিত হয় এবং দুই দেশের মানুষের জন্য কল্যাণ বয়ে আনবে।'

টাঙ্গাইলের মির্জাপুরে দানবীর রণদা প্রসাদ সাহার পূজামণ্ডপ পরিদর্শন করেন ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। সোমবার সন্ধায় | ছবি: পদ্মা ট্রিবিউন

এর আগে প্রণয় ভার্মা কুমুদিনী চত্বরে পৌঁছালে কুমুদিনী কল্যাণ সংস্থার পরিচালক মহাবীর পতি এবং ভারতেশ্বরী হোমসের অধ্যক্ষ মন্দিরা চৌধুরী তাঁকে স্বাগত জানান। এরপর তিনি কুমুদিনী লাইব্রেরিতে চা–চক্র শেষে বজরা নৌকায় লৌহজং নদ পার হয়ে রণদার বাড়ির পূজামণ্ডপ পরিদর্শন করেন। সেখানে ভারতেশ্বরী হোমসের শিক্ষার্থীদের পরিবেশনায় আরতি উপভোগ করেন।

এই সময় উপস্থিত ছিলেন কুমুদিনী কল্যাণ সংস্থার ব্যবস্থাপনা পরিচালক রাজীব প্রসাদ সাহা, টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমার মহন্ত, কুমুদিনী মেডিকেল কলেজের অধ্যক্ষ আবদুল হালিম, মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এ বি এম আরিফুল ইসলাম, কুমুদিনী হাসপাতালের উপপরিচালক অনিমেষ ভৌমিক প্রমুখ।

এর আগে নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারি, কানাডার হাইকমিশনার অজিত সিং এবং বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী রণদা পূজামণ্ডপ পরিদর্শনে আসেন। তাঁরাও মণ্ডপে অনুষ্ঠিত আরতি উপভোগ করেন।

ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা
Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন