[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

ডিসেম্বরে বাতিল, অমর একুশে বইমেলা হবে নির্বাচনের পর

প্রকাশঃ
অ+ অ-

অমর একুশে বইমেলা | ফাইল ছবি

আগামী ডিসেম্বর মাসে বাংলা একাডেমির আয়োজনের অমর একুশে বইমেলা অনুষ্ঠিত হবে না। রোববার বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২১ সেপ্টেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয় নির্দেশ দিয়েছে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের পরই বইমেলার আয়োজন করতে হবে। এ কারণে আগে যে তারিখ ঘোষণা করা হয়েছিল, তা স্থগিত রাখা হয়েছে।

এর আগে ২০২৬ সালের অমর একুশে বইমেলা ১৭ ডিসেম্বর থেকে শুরু হয়ে ১৭ জানুয়ারি পর্যন্ত চলার সময় নির্ধারণ করা হয়েছিল। 

মোহাম্মদ আজম বলেন, 'বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতিসহ সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা করেই ডিসেম্বরে মেলা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনার পর ওই সিদ্ধান্ত স্থগিত করা হলো। এখন সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে নতুন সময় নির্ধারণ করা হবে।' 

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন