গোপালগঞ্জে ৪ ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার
| গ্রেপ্তার | প্রতীকী ছবি |
গোপালগঞ্জের কাশিয়ানীতে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার জন্মদিন উদযাপনকে কেন্দ্র করে চারজন ‘নিষিদ্ধঘোষিত’ ছাত্রলীগ কর্মীকে পুলিশ গ্রেপ্তার করেছে।
শনিবার গভীর রাতে উপজেলার বাট্টাইধোবা গ্রাম থেকে তাদের আটক করা হয়। এ সময় খিচুড়ি রান্নার জন্য ব্যবহৃত সরঞ্জামও জব্দ করা হয়েছে।
গ্রেপ্তার হলেন- মো. হাসান মোল্যা, সাগর মৃধা, মো. ইব্রাহিম ও সাফায়েতুল ইসলাম। পুলিশ জানায়, তারা সবাই নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সক্রিয় সদস্য।
রোববার সকালে কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন রোববার জানান, গ্রামে গভীর রাতে জন্মদিন উদযাপন এবং খিচুড়ি রান্নার আয়োজন করা হয়েছিল। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মোট পাঁচজনকে আটক করে। তবে তাদের মধ্যে ইসা ইসলাম অসুস্থ থাকায় বাবা-মায়ের কাছে হস্তান্তর করা হয়।
গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। ঘটনায় ব্যবহার করা খিচুড়ি রান্নার সরঞ্জামও জব্দ করা হয়েছে।
একটি মন্তব্য পোস্ট করুন