[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

মহাঅষ্টমীতে কুমারীরূপে দেবী

প্রকাশঃ
অ+ অ-

রাজধানীর রামকৃষ্ণ মিশনে কুমারী পূজা শেষ হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে | ছবি: পদ্মা ট্রিবিউন  

শারদীয় দুর্গোৎসবের মহাঅষ্টমী আজ মঙ্গলবার। বেলা ১১টায় রাজধানীর রামকৃষ্ণ মিশনে কুমারী পূজা শুরু হয়। মণ্ডপে ভক্তদের উপস্থিতি চোখে পড়ার মতো ছিল। দুপুর ১২টার দিকে পূজা অনুষ্ঠান শেষ হয়।

সকাল থেকেই মন্দির প্রাঙ্গণ প্রস্তুত ছিল ভক্তদের স্বাগত জানাতে। মন্দির কর্তৃপক্ষ, স্বেচ্ছাসেবী ও পুরোহিতরা শৃঙ্খলা রক্ষা এবং পূজার আচার-অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ব্যস্ত ছিলেন। নির্ধারিত সময় বেলা ১১টায় পূজা শুরু হয়।

দুর্গা প্রতিমার সামনে কুমারী দেবীর বেদি স্থাপন করে পূজা করা হয়। রাজধানীর রামকৃষ্ণ মিশনে,৩০ সেপ্টেম্বর | ছবি: পদ্মা ট্রিবিউন

‘কুমারী মায়িকি জয়, দুর্গা মায়িকি জয়’ ধ্বনিতে কুমারী দেবী মণ্ডপে আনা হয়। দুর্গা প্রতিমার সামনে কুমারীর বেদি স্থাপন করা হয়। শুরুতেই মন্ত্রপাঠ ও প্রার্থনা হয়। এরপর পুরোহিত ও ভক্তরা পঞ্চ উপকরণ দিয়ে কুমারী দেবীর আরাধনা করেন।

পূজার সময় ঢাক-ঢোল, শঙ্খ, কাঁসর ও ঘণ্টার ধ্বনি মণ্ডপকে মুখরিত করে। ভক্তরা ঘুরে ঘুরে উলুধ্বনি দেন। অনুষ্ঠান শেষে প্রসাদ বিতরণ করা হয়।

মহাঅষ্টমীতে কুমারী পূজায় মণ্ডপে ভক্তদের ভিড়। রাজধানীর রামকৃষ্ণ মিশনে, ৩০ সেপ্টেম্বর | ছবি: পদ্মা ট্রিবিউন  

দেবী পুরাণে কুমারী পূজার উল্লেখ রয়েছে। শাস্ত্র অনুসারে, ১ থেকে ১৬ বছর বয়সের অজাত কন্যাকে পূজা করা হয়। ব্রাহ্মণ বা অন্য গোত্রের অবিবাহিত কন্যাও কুমারী হিসেবে পূজিত হতে পারেন। বয়সভেদে কুমারীর নামও ভিন্ন হয়।

এবার কুমারী হিসেবে নির্বাচিত হয়েছেন সাত বছর বয়সী লাবণ্য চট্টোপাধ্যায়। শাস্ত্র অনুযায়ী তার নাম রাখা হয়েছে ‘মালিনী’। কুমারী দেবীর পিতা হলেন বিজয় চট্টোপাধ্যায়।

কুমারী পূজার শুরুতে মন্ত্রপাঠ ও প্রার্থনা করা হয়। রাজধানীর রামকৃষ্ণ মিশনে, ৩০ সেপ্টেম্বর | ছবি: পদ্মা ট্রিবিউন  

মেরুল বাড্ডা থেকে পরিবারের সঙ্গে উপস্থিত মতিলাল দাস বলেন, 'কুমারী দেবীর সামনে দাঁড়িয়ে আরাধনা করার অনুভূতি সত্যিই অনন্য।' 

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন