নির্বাচন ঠেকাতে ষড়যন্ত্র হবে, পূজাও টার্গেট হতে পারে: গয়েশ্বর
![]() |
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কেরানীগঞ্জে নিজের বাড়িতে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় | ছবি: পদ্মা ট্রিবিউন |
বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, 'নির্বাচনকে বানচাল করার জন্য নানামুখী ষড়যন্ত্র থাকবেই। পূজাকে কেন্দ্র করেও এমন ষড়যন্ত্র হতে পারে। তবে সব ধরনের ষড়যন্ত্র মোকাবিলায় রাজনীতিবিদদের দূরদর্শিতা দেখাতে হবে।'
সোমবার দুপুরে দক্ষিণ কেরানীগঞ্জের কোন্ডা ইউনিয়নের মির্জাপুরে নিজ বাড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দলীয় নেতা-কর্মী ও এলাকাবাসীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
গয়েশ্বর রায় বলেন, 'দেশের হাজার হাজার পূজামণ্ডপে এখনো কোনো নেতিবাচক দিক দেখা যায়নি। আমরা আশা করি, শান্তিপূর্ণভাবেই দুর্গোৎসব উদ্যাপিত হবে।'
আসন্ন নির্বাচন নিয়ে তিনি বলেন, 'অন্তর্বর্তী সরকার নির্বাচন নিয়ে যে অঙ্গীকার করেছে, সেটিতে অনড় থাকলে কেউ নির্বাচন আটকাতে পারবে না। যারা নির্বাচন না হওয়ার ভয় দেখাচ্ছে, তারা সাম্প্রদায়িক দুশমন।'
তিনি অভিযোগ করেন, 'একটি প্রতিবেশী দেশ নির্বাচনে হস্তক্ষেপের জন্য সাম্প্রদায়িক শক্তিকে ব্যবহার করছে।' গয়েশ্বর রায়ের ভাষায়, 'এই সাম্প্রদায়িক দুশমন শক্তি সঞ্চয় করলে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র ধ্বংস হয়ে যাবে। তাই রাজনীতিকদের ঐক্যবদ্ধ থাকতে হবে। সরকারের দৃঢ়তা থাকলে নির্ধারিত সময়েই নির্বাচন করতে হবে। সরকার ব্যর্থ হলে অজানা সংকট দেখা দেবে, যা কেউই প্রত্যাশা করে না।'
শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান উপস্থিত ছিলেন। তিনি বলেন, 'গয়েশ্বর রায়ের পরিবার বড় পরিসরে দুর্গোৎসব পালন করে। তাই শুভেচ্ছা জানাতে এসেছি। পূজার সময় গয়েশ্বর রায় ও তাঁর পুত্রবধূ নিপুণ রায় আশপাশের পূজামণ্ডপ পরিদর্শন করেন, যাতে উৎসব শান্তিপূর্ণভাবে হয়। মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান—সবাই মিলে আমরা একটি পরিবার। এ দেশ আমাদের সবার।'
আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে তিনি বলেন, 'গত ১৭ বছরে আমরা খুন, গুম, হামলা-মামলা, নির্যাতন সহ্য করেছি। আওয়ামী লীগ মুখে বলত হিন্দুরা তাদের ভোটার, কিন্তু তারাই হিন্দুদের সম্পদ লুট করেছে, অসম্মান করেছে। আমরা আন্দোলনের মধ্য দিয়ে ফ্যাসিস্ট সরকারের পতন ঘটিয়েছি। তরুণেরা নির্বাচনের পর দেশের শিকড় ধরে একটি সুন্দর, শান্তিপূর্ণ সমাজ গড়বে—এটাই প্রত্যাশা।'
অনুষ্ঠানে কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিনাত ফৌজিয়ার নেতৃত্বে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা উপস্থিত ছিলেন। গয়েশ্বর রায়ের পুত্রবধূ, ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সভাপতি নিপুণ রায় অতিথিদের স্বাগত জানান।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- কেরানীগঞ্জ মডেল থানার সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল মাওয়া, বিএনপির ধর্মবিষয়ক সম্পাদক মো. জামালউদ্দিন, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্যসচিব তানভীর আহমেদ, সাবেক ছাত্রনেতা রিয়াজ উদ্দিন আহমেদ, দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক মোজাদ্দেদ আলী, ঢাকা জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মোকাররম হোসেন ও ঢাকা জেলা কৃষক দলের আহ্বায়ক জুয়েল মোল্লা।
একটি মন্তব্য পোস্ট করুন