[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

খাগড়াছড়ির অস্থিরতায় পর্যটন ব্যবসায় বড় ধস

প্রকাশঃ
অ+ অ-

খাগড়াছড়ি পৌরসভা ও সদর উপজেলায় ১৪৪ ধারা জারি হওয়ায় থমথমে অবস্থা বিরাজ করছে | ছবি: পদ্মা ট্রিবিউন  

খাগড়াছড়িতে এক মারমা কিশোরী ধর্ষণের ঘটনায় পার্বত্য চট্টগ্রামে অশান্তি সৃষ্টি হয়েছে। নিরাপত্তার শঙ্কায় পর্যটকেরা পাহাড়ে যাওয়াকে স্থগিত এবং হোটেল-মোটেলের সব অগ্রিম ব্যবস্থা বাতিল করছেন। এতে পর্যটন ব্যবসা ক্ষতিগ্রস্ত হচ্ছে।

পর্যটন মৌসুমের শুরুতেই দুর্গাপূজার কারণে ভালো ব্যবসার আশা ছিল হোটেল-মোটেল মালিকদের। কিন্তু হঠাৎ পরিস্থিতি খারাপ হওয়ায় সেই আশা ভেস্তে গেছে। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে খাগড়াছড়ির পর্যটন খাতে। নিরাপত্তার কারণে হোটেল-মালিকরাও নতুন বুকিং নিচ্ছেন না।

খাগড়াছড়ির অরণ্যক হোটেলের মালিক ও হোটেল-মোটেল মালিক সমিতির সহসভাপতি স্বপন চন্দ্র দেবনাথ বলেন, 'চলতি পূজার জন্য আমাদের হোটেলে শতভাগ বুকিং ছিল। কিন্তু সবই বাতিল করেছেন পর্যটকরা। শুধু হোটেল ব্যবসাই নয়, পাহাড়ের পুরো অর্থনীতির সঙ্গে পর্যটন জড়িত।' 

সাজেক হোটেল-মোটেল মালিক সমিতির সদস্য জ্যোতিময় চাকমা বলেন, 'পাহাড়ে চলমান অস্থিরতার কারণে আমাদের ব্যবসায় বড় ক্ষতি হয়েছে। মৌসুমের শুরুতেই ভালো ব্যবসার আশা ছিল, কিন্তু খাগড়াছড়ির অশান্তিতে সব আশা হতাশায় পরিণত হয়েছে।' 

খাগড়াছড়ির জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার জানান, 'আজ কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আমরা এই অস্থিরতা কাটিয়ে ওঠার চেষ্টা করছি। সকলের সহযোগিতা প্রয়োজন।' 

রাঙামাটি ও বান্দরবানের পরিস্থিতি তুলনামূলক ভালো হলেও আতঙ্কের কারণে পর্যটকেরা সেখানে যাওয়ার আগ্রহ কম দেখাচ্ছেন। রাঙামাটির পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন বলেন, 'আজ জেলার ১০ উপজেলার কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। যান চলাচল স্বাভাবিক রয়েছে।' 

রাঙামাটির হোটেল-মোটেল মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. ইউসুপ জানান, 'পূজার জন্য দীর্ঘ বন্ধে আমরা ভালো ব্যবসার আশা করেছিলাম। কিন্তু খাগড়াছড়ির অস্থিরতার খবরের কারণে বুকিং বাতিল হচ্ছে। এটি জেলা অর্থনীতিকে প্রভাবিত করছে। এই জেলায় ৫৪টি বেসরকারি হোটেল-মোটেল রয়েছে।' 

চট্টগ্রামের সরকারি সংস্থার কর্মকর্তা মো. সোহেল খান বলেন, 'পরিবার নিয়ে সাজেকে বেড়ানোর ইচ্ছা ছিল। কিন্তু পাহাড়ে গোলযোগের কারণে আর সেখানে যাওয়ার ইচ্ছে হচ্ছে না।' 

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন