[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

ভাঙ্গায় সালিশ বৈঠকে সংঘর্ষে ১ জন নিহত, আহত ২৪

প্রকাশঃ
অ+ অ-

সংঘর্ষে আহতদের হাসপাতালে নেওয়ার পর ভিড় জমায় স্বজনরা। রোববার রাত | ছবি: পদ্মা ট্রিবিউন  

ফরিদপুরের ভাঙ্গায় সালিস বৈঠকে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ২৪ জন। রোববার সন্ধ্যায় উপজেলার আলগী ইউনিয়নের সোনাখোলা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত জাকু মাতুব্বর (৬০) সোনাখোলা গ্রামের আনোয়ার মাতুব্বরের ছেলে। আহতদের মধ্যে দুজনকে আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১১ জন চিকিৎসা নিয়েছেন। অন্যরা স্থানীয় বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি রয়েছেন।

স্থানীয় সূত্র জানায়, সোনাখোলা গ্রামে মাতুব্বর ও খান গোষ্ঠীর মধ্যে আধিপত্য নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। রোববার বিকেল সাড়ে পাঁচটার দিকে একটি ভ্যান চুরি নিয়ে সালিস বৈঠক বসে। সালিস চলাকালে দুই পক্ষের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা, পরে হাতাহাতি ও দেশি অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে তারা।

নিহত জাকু মাতুব্বরের ভাতিজা বিপ্লব মাতুব্বর বলেন, খান গোষ্ঠীর সালাউদ্দিন খান কয়েক দিন আগে পাশের নলিয়া গ্রাম থেকে একটি ভ্যান চুরি করেন। এ নিয়ে সালিস চলাকালে প্রতিপক্ষ আমাদের লোকজনের ওপর হামলা চালায়। তখন আমার চাচাকে ইট ও লাঠি দিয়ে আঘাত করা হয়। এতে তিনি মারা যান।

ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কর্মকর্তা তানসিভ জোবায়ের জানান, 'জাকু মাতুব্বরকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। তাঁর শরীরে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। আহতদের মধ্যে দুজন চোখে গুরুতর আঘাত পেয়েছেন। তাঁদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।'

ভাঙ্গা থানার ওসি মোহাম্মদ আশরাফ হোসেন বলেন, 'সংঘর্ষে একজন নিহত হয়েছেন। লাশ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে।'

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন