[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

কারাবন্দী সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদ আর নেই

প্রকাশঃ
অ+ অ-
সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন | ফাইল ছবি

কারাবন্দী সাবেক শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন (৭৫) ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আজ সোমবার সকালে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, তাঁকে আইসিইউতে নেওয়ার পর মৃত্যু হয়।

নারায়ণগঞ্জের কেরানীগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগারে দীর্ঘদিন ধরে বন্দী ছিলেন নূরুল মজিদ।

নূরুল মজিদের ছেলে মনজুরুল মজিদ মাহমুদ সাদি নিজ ভেরিফায়েড ফেসবুক পেজে লিখেছেন, 'আমার বাবা আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দোয়া করবেন আল্লাহ পাক যেন তাকে জান্নাত নসিব করুন।' 

কারা অধিদপ্তরের বিবৃতিতে জানানো হয়েছে, অসুস্থতার কারণে ২৭ সেপ্টেম্বর হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরে অবস্থা খারাপ হলে রোববার বিকেলে তাঁকে আইসিইউতে নেওয়া হয়, যেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

ঢামেক পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক বলেন, 'ময়নাতদন্তের জন্য নূরুল মজিদের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।'

গত বছরের  ২৪ সেপ্টেম্বরে রাজধানীর গুলশান থেকে নূরুল মজিদকে গ্রেপ্তার করেছিল র‍্যাব। তিনি ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের শিল্পমন্ত্রী ছিলেন।

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন