[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

শোকের অতল গভীরে বিজয় থালাপতি

প্রকাশঃ
অ+ অ-

মঞ্চে বক্তব্য দিচ্ছেন থালাপতি বিজয়। তামিলনাড়ুর কারুর জেলায় | ছবি : রয়টার্স

ভারতের তামিলনাড়ু রাজ্যে নিজের রাজনৈতিক সমাবেশে পদদলিত হয়ে ৪০ জন নিহত হওয়ায় গভীর শোকে মুষড়ে পড়েছেন অভিনেতা থেকে রাজনীতিবিদ হওয়া থালাপতি বিজয়। তিনি তামিলাগা ভেত্রি কাজাগাম (টিভিকে) দলের প্রধান।

গত শনিবার সন্ধ্যায় তামিলনাড়ুর কারুর জেলায় বিজয়ের সমাবেশে বিপুল লোকসমাগম হয়। একপর্যায়ে অতিরিক্ত ভিড় ও হুড়োহুড়ির কারণে বিশৃঙ্খলা দেখা দেয়। এতে নারী ও শিশুসহ ৪০ জন নিহত হন, আহত হন প্রায় ১০০ জন।

টিভিকে সূত্র জানায়, এই দুর্ঘটনার পর থেকে বিজয় কিছুই খাননি। তিনি এতটাই শোকে মুষড়ে পড়েছেন যে প্রতিদিনের খাবারও বন্ধ রেখেছেন।

দুর্ঘটনায় নিহতদের পরিবারকে ২০ লাখ রুপি করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন বিজয়। এছাড়া আহতদের প্রত্যেককে ২ লাখ রুপি দেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি।

পদদলিত হয়ে প্রাণহানির ঘটনায় ইতিমধ্যেই ভারতীয় পুলিশ মামলা করেছে। এতে টিভিকের দুই শীর্ষ নেতার বিরুদ্ধে অনিচ্ছাকৃত হত্যার অভিযোগ আনা হয়েছে। দলীয় সূত্র জানায়, এই ঘটনায় সিবিআই বা আদালতের তত্ত্বাবধানে স্বাধীন তদন্ত চাওয়া হচ্ছে। আগামীকাল (সোমবার) আদালতে শুনানি অনুষ্ঠিত হবে, তার পর বিজয়ের সঙ্গে ভুক্তভোগী পরিবারগুলোর দেখা করার সিদ্ধান্ত নেওয়া হবে।

ঘটনার পর বিজয়কে অবিলম্বে কারুর ছেড়ে যেতে মৌখিক নির্দেশ দেওয়া হয়েছিল। এরপর তিনি ঘটনাস্থল ছেড়ে চেন্নাই ফিরে যান।

ইস্ট কোস্ট রোড সংলগ্ন নীলঙ্কারাইয়ে বিজয়ের বাসভবনে বোমা হামলার হুমকি পাওয়ায় সোমবার নিরাপত্তা জোরদার করেছে চেন্নাই পুলিশ। হুমকি পাওয়ার পর নিরাপত্তাকর্মীরা পুরো এলাকা ঘিরে ফেলে এবং ডগ স্কোয়াড ও বোমা নিষ্ক্রিয়কারী দল বাসভবন প্রাঙ্গণে তল্লাশি চালায়। পরিশেষে কোনো হুমকি নেই নিশ্চিত হওয়া গেছে।

ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে টিভিকে দলের পোস্টে ৫১ বছর বয়সী বিজয় মৃত ও আহতদের জন্য গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন। তিনি বলেন, 'আমার হৃদয়ে যে ব্যথা অনুভূত হচ্ছে, তা ভাষায় প্রকাশ করার মতো নয়।' 

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন