[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

ঈশ্বরদীতে বিএনপির অভ্যন্তরীণ কোন্দল নিয়ে সংবাদ সম্মেলন

প্রকাশঃ
অ+ অ-

সংবাদ সম্মেলনে বক্তব্য দেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্যসচিব মেহেদী হাসান | ছবি: পদ্মা ট্রিবিউন  

পাবনার ঈশ্বরদীতে বিএনপির অভ্যন্তরীণ বিরোধ নিয়ে সংবাদ সম্মেলন করেছেন একাংশের নেতাকর্মীরা। তাঁদের অভিযোগ, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও দলটির জেলা কমিটির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিবের ছত্রছায়ায় তাঁর অনুসারীরা মাদক, অস্ত্র ব্যবসা, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে। এতে দলের স্থানীয় নেতাকর্মীরা অতিষ্ঠ হয়ে উঠেছেন।

রোববার দুপুরে উপজেলার সলিমপুর ইউনিয়নের মানিকনগর এলাকায় আয়োজিত এ সংবাদ সম্মেলনে তাঁরা এসব অভিযোগ তুলে ধরেন। এতে বক্তব্য দেন পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টুর সমর্থকেরা।

সংবাদ সম্মেলনে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্যসচিব মেহেদী হাসান বলেন, ‘শনিবার মানিকনগরের বিএনপি কার্যালয়ে গুলি ও ভাঙচুরের ঘটনার পর প্রতিহিংসার রাজনীতি করতে গিয়ে হাবিবুর রহমান নিরীহ মানুষকে মিথ্যা মামলায় জড়ানোর চেষ্টা করছেন। আসল অপরাধীরা তাঁর ঘনিষ্ঠজন। মূলত মাদক ব্যবসা ও টাকার ভাগাভাগি নিয়ে দ্বন্দ্বের জেরে এ ঘটনা ঘটেছে।

তিনি আরও বলেন, ‘জাকারিয়া পিন্টুর জনপ্রিয়তায় ভীত হয়ে তাঁর কর্মীদের ওপর অমানবিক নির্যাতন চালানো হচ্ছে। বিএনপির কর্মীদের ওপর বিএনপিরই অত্যাচার—এটা খুবই দুঃখজনক। নিজের স্বার্থসিদ্ধির জন্য তিনি যেসব কাজ করছেন, জনগণ সেসব মেনে নেবে না। ভবিষ্যতে এর জবাবও দেবে।’

অভিযোগের মধ্যে আরও বলা হয়,’ হাবিবের অনুসারী রাব্বি নামের এক ব্যক্তি অস্ত্র ব্যবসায় জড়িত। তাঁর সঙ্গে বিরোধের জেরে সলিমপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক নাজমুল হোসেন পলাশকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। একই সূত্র ধরে জাকারিয়া পিন্টুর সমর্থকদের বাড়ি থেকে ছাগল, টাকা ও স্বর্ণালংকার লুট করা হয়।’

মেহেদী হাসান বলেন, ‘৫ আগস্টের পর থেকে ঈশ্বরদীর বিভিন্ন স্থানে হাবিব সাহেবের অনুসারীরা চাঁদাবাজি, দখলদারিত্ব ও সন্ত্রাসী কার্যক্রম চালালেও প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না। মাদক ও সন্ত্রাস সমাজের জন্য ভয়াবহ। এতে যাঁরা জড়িত, তাঁদের সবাইকে আইনের আওতায় আনতে হবে।’

এতে আরও উপস্থিত ছিলেন সলিমপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন, পৌর যুবদলের সাবেক সভাপতি মোস্তফা নূরে আলম শ্যামল, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মামুনুর রশিদ, উপজেলা বিএনপির স্বনির্ভরবিষয়ক সম্পাদক আরজ আলী সরদার, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এনামুল হোসেন আতিয়ার, যুবদল নেতা মতিউর রহমান, হেলাল, মাসুদ, সলিমপুর ইউনিয়নের সাবেক সাংগঠনিক সম্পাদক বাবু মজুমদার, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক নাজমুল হোসেন পলাশ ও জ্যেষ্ঠ সহসভাপতি শরিফুল ইসলাম শরীফ প্রমুখ।

এ বিষয়ে যোগাযোগ করা হলে হাবিবুর রহমান হাবিব অভিযোগ অস্বীকার করে বলেন, ‘এসব আমার বিরুদ্ধে রাজনৈতিক ষড়যন্ত্র। বিএনপিকে সংগঠিত করার পথে আমি কাজ করছি, এজন্য কিছু লোক মিথ্যা প্রচারণা চালাচ্ছে।’

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন