ধর্ষণ-সহিংসতায় নীরবতা, এনসিপি ছাড়লেন কেন্দ্রীয় নেতা
![]()  | 
| অলিক মৃ | ছবি: ফেসবুক থেকে নেওয়া | 
খাগড়াছড়িতে ধর্ষণ ও সহিংসতার ঘটনায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নীরব থাকার অভিযোগ তুলে কেন্দ্রীয় কমিটির এক নেতা পদত্যাগ করেছেন।
গারো সম্প্রদায়ের তরুণ অলিক মৃ এনসিপির কেন্দ্রীয় কমিটিতে ক্ষুদ্র জাতিগোষ্ঠী সম্প্রদায়ের একমাত্র প্রতিনিধি ছিলেন। সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্টে জানান, 'খাগড়াছড়িতে আদিবাসী কিশোরীকে ধর্ষণের ঘটনায় তিনজন আদিবাসীর মৃত্যু এবং আদিবাসীদের ওপর সহিংসতার ঘটনায় এনসিপির নীরবতা সহ্য করতে না পারায় তিনি কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) পদ থেকে পদত্যাগ করেছেন।'
অলিক মৃ লিখেছেন, ''খাগড়াছড়িতে আদিবাসী কিশোরী ধর্ষণ, আদিবাসীদের ওপর হামলা, বসতবাড়িতে অগ্নিসংযোগ এবং তিনজন আদিবাসীর হত্যার ঘটনায় এনসিপির নীরবতা ও নেতা আবদুল হান্নান মাসউদের মিথ্যাচারের প্রতিবাদে আমি পদত্যাগ করেছি। এনসিপির জন্য শুভকামনা। ইনকিলাব জিন্দাবাদ।' 
অলিক মৃ জানান, 'গত ২৬ সেপ্টেম্বরের ঘটনার পর এনসিপি খাগড়াছড়ি জেলা কমিটির প্যাডে একটি বিবৃতি প্রকাশ করেছে। সেখানে ধর্ষণের ঘটনার উল্লেখ নেই, তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের প্রতিবাদ করা হয়েছে। আমি এই বিষয়ে দলীয় গ্রুপে জবাব চেয়েছি এবং ই-মেইলও করেছি, কিন্তু আজ পর্যন্ত কোনো উত্তর পাইনি।' 
তিনি আরও বলেন, 'সম্প্রতি এক কর্মসূচিতে এনসিপি নেতা আবদুল হান্নান মাসউদ বলেছেন, খাগড়াছড়ির ধর্ষণের ঘটনা ভুয়া। এমন পরিস্থিতিতে আমি বাধ্য হয়েই পদত্যাগ করেছি।' 
অলিক মৃর কথার সূত্র ধরে খুঁজতে গিয়ে ফেসবুকে এনসিপি নেতা হান্নান মাসউদের একটি বক্তব্যের ভিডিও পাওয়া যায়৷ সেখানে এনসিপির এই নেতা  বলছিলেন, 'বাংলাদেশের পার্বত্য অঞ্চল নিয়ে ষড়যন্ত্র চলছে৷ ভারত আমাদের পার্বত্য অঞ্চল কেড়ে নিতে চায়৷ তারা শেষ ট্রাম্প কার্ড খেলছে, পার্বত্য অঞ্চলকে তারা অস্থিতিশীল করে তুলছে৷ একটা ভুয়া ধর্ষণের ঘটনার মধ্য দিয়ে তারা আমাদের বাঙালি ও পার্বত্য পাহাড়িদের মুখোমুখি দাঁড় করিয়েছে৷ বাংলাদেশের মানুষ এই ভূখণ্ডের এক ইঞ্চিও ছাড়বে?...ভারতকে জবাব দেওয়া হবে৷ বাংলাদেশ সরকারকে এ জবাব দিতে হবে, দিতে হবে, দিতে হবে৷' গতকাল রোববার সন্ধ্যায় নোয়াখালীর হাতিয়ার চানন্দি ইউনিয়নের সাইফুল মার্কেটে ঐক্য ও সংহতি সমাবেশে তিনি এসব কথা বলেন।
অবশ্য অলিক মৃর পদত্যাগের ঘটনার কিছুক্ষণ পর এক ফেসবুক পোস্টে হান্নান মাসউদ লিখেছেন, 'আবারও বলছি- একটি ধর্ষণের ঘটনাকে সামনে এনে পাহাড়ে অশান্তি সৃষ্টি করা হচ্ছে৷...আমার দেশের সার্বভৌমত্বকে যারা হুমকির মুখে ফেলবে, তাদের বিরুদ্ধে আমি জীবন দিয়েও লড়ে যাব৷ এ দেশের একটি ধূলিকণা নিয়েও কাউকে ষড়যন্ত্র করতে দেওয়া হবে না৷ এসব ফালতু সুশীলগিরি এবার থামান৷'

একটি মন্তব্য পোস্ট করুন