[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

নরসিংদীতে গৃহবধূকে গুলি করে হত্যা

প্রকাশঃ
অ+ অ-

ঘটনার পর ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন | ছবি: পদ্মা ট্রিবিউন

নরসিংদী সদরের চরাঞ্চল আলোকবালীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে বৃদ্ধ নিহতের পরদিনই দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে আলোকবালী ইউনিয়নের বীরগাঁও গ্রামের সাতপাড়া এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত গৃহবধূর নাম ফেরদৌসী বেগম (৩৫)। তিনি আলোকবালী ইউনিয়নের বীরগাঁও গ্রামের মাঝি রয়েস আলীর স্ত্রী। কী কারণে এ হত্যাকাণ্ড, তা নিশ্চিত হতে পারছেন না কেউ। তবে গতকালের ঘটনার জের ধরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা স্থানীয় বাসিন্দাদের।

এর আগে গতকাল বৃহস্পতিবার ভোর পাঁচটার দিকে আধিপত্য বিস্তার নিয়ে স্থানীয় বিএনপির দুই পক্ষের সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হয়ে এক বৃদ্ধ নিহত হন। এ সময় গুলিবিদ্ধসহ আহত হন অন্তত পাঁচজন। নিহত ব্যক্তির নাম মো. ইদন মিয়া (৬০)। তিনি মুরাদনগর এলাকার বাসিন্দা।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বেশ কিছুদিন ধরে আলোকবালীতে আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। ভোরে দুই পক্ষের সংঘর্ষে এক বৃদ্ধ নিহত এবং বেশ কয়েকজন আহত হন। এর জের ধরে আজ দুপুরে একদল দুর্বৃত্ত এলাকায় ঢুকে এলোপাথাড়ি গুলি ছুড়ে নিজেদের অবস্থান জানান দেয়। এ সময় ফেরদৌসী গুলিবিদ্ধ হন। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পরে এলাকাবাসীর প্রতিরোধে পিছু হটে অস্ত্রধারীরা।

অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার বলেন, ঘটনার বিস্তারিত জানতে কাজ করছে পুলিশ। ওই এলাকার বর্তমান পরিস্থিতি স্বাভাবিক। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন