[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

খাগড়াছড়িতে পাহাড় কাটার দায়ে দুজনকে জরিমানা

প্রকাশঃ
অ+ অ-

খাগাড়ছড়িতে পাহাড় কাটা বন্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান। আজ সকালে সদর উপজেলার সবুজবাগ এলাকায় | ছবি: পদ্মা ট্রিবিউন

খাগড়াছড়িতে অবৈধভাবে পাহাড় কাটার দায়ে দুই ব্যক্তিকে এক লাখ টাকা করে মোট দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। আজ বুধবার সকালে সদর উপজেলার সবুজবাগ এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তাঁদের জরিমানা করা হয়।

যে দুজনকে জরিমানা করা হয়েছে, তাঁরা হলেন মো. আক্তার হোসেন ও মো. সাহাব আলী। দুজনই সবুজবাগ এলাকার বাসিন্দা। ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন চন্দ্র রায়।

সুজন চন্দ্র রায় বলেন, ঘর নির্মাণের উদ্দেশ্যে অনুমোদন ছাড়া বেশ উঁচু একটি পাহাড়ের অন্তত ৫০ ফুটের মতো অংশ কেটে ফেলেছেন দুজন। অবৈধভাবে পাহাড় কাটায় তাঁদের বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাঁদের এক মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন