[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

জাকসু নির্বাচন কমিশন জানাল, সন্ধ্যা ৭টার মধ্যে পাওয়া যেতে পারে ফল

প্রকাশঃ
অ+ অ-

সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন জাকসু নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মো. মনিরুজ্জামান | ছবি: পদ্মা ট্রিবিউন  

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আজ শনিবার সন্ধ্যা সাতটার মধ্যে ভোট গণনা শেষ করে, ফল প্রস্তুত করে ঘোষণা করতে পারবেন বলে আশা করছেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মো. মনিরুজ্জামান।

বেলা পৌনে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে তিনি এ কথা বলেন।

নির্বাচনের ফলাফল কখন হতে পারে সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে মনিরুজ্জামান বলেন, গণনার কাজের পরে ফলাফল ঘোষণার জন্য প্রস্তুতি আছে। সেখানে সময় লাগবে। আনুমানিক সন্ধ্যা সাতটার মধ্যে ফল ঘোষণা করতে পারবেন বলে তিনি জানান।

ভোট গণনার কাজ পালা করে চলছে কি না এমন প্রশ্নের উত্তরে প্রধান নির্বাচন কমিশনার জানান, সেটা করার কোনো সুযোগ নাই।

এর আগে গতকাল শুক্রবার রাতের মধ্যেই জাকসু ও ২১ টি হল সংসদের ভোট গণনা শেষে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে বলে জানিয়েছিলেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মো. মনিরুজ্জামান।

গতকাল সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তিনি এ কথা জানান। 

পাওয়া তথ্য অনুযায়ী দেখা যাচ্ছে, সহ-সভাপতি (ভিপি)  পদে স্বতন্ত্র প্রার্থী ও ছাত্রশিবির সমর্থিত প্রার্থীর মধ্যে টক্কর চলছে। আপাতত স্বতন্ত্র প্রার্থী সামান্য এগিয়ে রয়েছেন। ভিপি ছাড়াও সাংস্কৃতিক সম্পাদক, সমাজসেবা সম্পাদক ও ক্রীড়া সম্পাদক পদেও স্বতন্ত্র প্রার্থীরা এগিয়ে আছেন।

অন্যদিকে সাধারণ সম্পাদক (জিএস) ও সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে শিবির সমর্থিত প্রার্থীরা এগিয়ে রয়েছেন। ২৫টি পদে প্রাথমিক ফল অনুযায়ী, জিএস ও এজিএস সহ ২১টি পদে ছাত্রশিবির এগিয়ে আছে।

বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। মেশিনের বদলে হাতে গণনা শুরু হয়েছে। ৪৮ ঘণ্টা পার হলেও কেন্দ্রীয় ভোটের চূড়ান্ত ফল প্রকাশ হয়নি। তবে বিভিন্ন হল থেকে আনুষ্ঠানিক নয়, কিছু ফল পাওয়া গেছে। 

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন