[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

হাইকোর্টের আদেশ স্থগিত: জাকসু নির্বাচনে অংশ নিতে পারবেন না অমর্ত্য রায়

প্রকাশঃ
অ+ অ-

অমর্ত্য রায় | ছবি: সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) নির্বাচনে সহসভাপতি (ভিপি) পদে অমর্ত্য রায়কে অংশ নেওয়ার অনুমতি দিতে হাইকোর্টের দেওয়া আদেশ আট সপ্তাহের জন্য স্থগিত হয়েছে। হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের করা আবেদনের শুনানি নিয়ে আজ মঙ্গলবার বিকেলে আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক এ আদেশ দেন।

এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে আজ বেলা একটার দিকে হাইকোর্ট রুল দিয়ে অমর্ত্য রায়কে নির্বাচনে অংশ নেওয়ার অনুমতি দিতে নির্দেশ দেন। অমর্ত্যের প্রার্থিতা বাতিল বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ৬ সেপ্টেম্বরের সিদ্ধান্তও স্থগিত করা হয়।

হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আপিল বিভাগে আবেদন করে, যার ওপর বিকেল পাঁচটার দিকে শুনানি হয়। আদালতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির। অমর্ত্যের পক্ষে শুনানি করেন আইনজীবী মানজুর আল মতিন, সঙ্গে ছিলেন আইনজীবী তাপস বন্ধু দাস।

পরে আইনজীবী মোহাম্মদ শিশির মনির বলেন, অমর্ত্য রায়ের প্রার্থিতা বিষয়ে হাইকোর্টের আদেশ স্থগিত করেছেন চেম্বার আদালত। ফলে তিনি নির্বাচনে অংশ নিতে পারছেন না। জাকসু নির্বাচন ১১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হচ্ছে।

১১ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য জাকসু নির্বাচনে প্রগতিশীল শিক্ষার্থীদের একাংশের প্যানেল ‘সম্প্রীতির ঐক্য’ থেকে সহসভাপতি (ভিপি) পদে প্রার্থী হন অমর্ত্য। অমর্ত্যের প্রার্থিতা বাতিল বিষয়ে ৬ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে নির্বাচন কমিশন বিজ্ঞপ্তি দেয়। এতে বলা হয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যথাযথ কর্তৃপক্ষের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে ২০১৭-১৮ শিক্ষাবর্ষে প্রত্নতত্ত্ব বিভাগে ভর্তি হওয়া শিক্ষার্থী অমর্ত্য জাকসুর গঠনতন্ত্রের ৪ ও ৮ ধারা মোতাবেক ভোটার ও প্রার্থী হওয়ার অযোগ্য বলে বিবেচিত। তাই ভোটার ও প্রার্থী তালিকা থেকে তাঁর নাম প্রত্যাহার করা হলো।

এই সিদ্ধান্তের বৈধতা নিয়ে ও সিদ্ধান্তের কার্যক্রম স্থগিত চেয়ে অমর্ত্য গতকাল সোমবার রিট করেন। রিটের ওপর শুনানি নিয়ে আজ বেলা একটার দিকে হাইকোর্ট রুলসহ আদেশ দেন। ফলে অমর্ত্যের নির্বাচনে অংশ নেওয়ার পথ খোলে। হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আপিল বিভাগের চেম্বার আদালতে আবেদন করে। শুনানি নিয়ে বিকেল পাঁচটার দিকে আদালত হাইকোর্টের আদেশ স্থগিত করেন। ফলে অমর্ত্য নির্বাচনে অংশ নিতে পারছেন না।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন