[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

জাকসু নির্বাচনে অব্যবস্থাপনার অভিযোগ তুলে শিবিরের বিক্ষোভ

প্রকাশঃ
অ+ অ-

জাকসু নির্বাচনে অব্যবস্থাপনার অভিযোগ ও ভোট গণনায় বিলম্বের প্রতিবাদ জানিয়ে শুক্রবার সন্ধ্যায় ঢাকায় বিক্ষোভ করেছে ইসলামী ছাত্রশিবির | ছবি: পদ্মা ট্রিবিউন  

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে বৃহস্পতিবার। তবে ফলাফল ঘোষণা না হওয়ায় তা দ্রুত প্রকাশের দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী ছাত্রশিবির।

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকা মহানগর পূর্ব শাখার উদ্যোগে বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে মিছিলটি শুরু হয়ে জাতীয় প্রেসক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে ছাত্রশিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সিবগাতুল্লাহ সিবগা বলেন, 'আমরা ভেবেছিলাম ডাকসুর মতো জাকসুতেও অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবে। কিন্তু দেখা যাচ্ছে, প্রশাসন সময়ক্ষেপণ করছে। ইতিমধ্যে বহিরাগত ছাত্রদল নেতাদের দিয়ে মিছিল-সমাবেশ করানো হয়েছে। এমনকি একজনকে গ্রেপ্তারও করা হয়েছে।'

তিনি আরও বলেন, 'জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সেই শিক্ষাঙ্গন, যেখান থেকে ছাত্রসমাজ অপশক্তি ও ফ্যাসিবাদকে বিদায় জানিয়েছিল। তাই প্রশাসন যদি গণতান্ত্রিক প্রক্রিয়াকে উপেক্ষা করে, শিক্ষার্থীরা চুপ করে থাকবে না।' 

পার্শ্ববর্তী রাষ্ট্রের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে সিবগা বলেন, 'বাংলাদেশ আর কখনও বাইরের কারও নির্দেশে চলবে না। ডাকসুতে ছাত্রশিবিরের জয় মানেই শিক্ষার্থীদের জয়। বাংলাদেশ নিয়ে হস্তক্ষেপ বন্ধ করুন।' 

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সিবগাতুল্লাহ | ছবি: পদ্মা ট্রিবিউন

সমাবেশে আরও বক্তব্য দেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ, আন্তর্জাতিক সম্পাদক মু’তাসিম বিল্লাহ শাহেদী ও ছাত্র অধিকার সম্পাদক আমিরুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় দাওয়াহ সম্পাদক মোজাফফর হোসেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সভাপতি রিয়াজুল ইসলাম, মহানগর পূর্ব শাখার সেক্রেটারি মুহিব্বুল্লাহ হুসাইনীসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। 

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন