[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

নীলফামারীতে কালীমন্দিরে প্রতিমা ভাঙচুর

প্রকাশঃ
অ+ অ-

ভাঙা প্রতিমা | ছবি: পদ্মা ট্রিবিউন 

নীলফামারী ডারারপার কালীমন্দিরে চারটি প্রতিমা ভাঙচুর করা হয়েছে। স্থানীয়দের সহায়তায় পুলিশ সেখান থেকে এরফান আলী (১৮) নামের এক যুবককে আটক করে। বৃহস্পতিবার সন্ধ্যায় সদর উপজেলার সংগলশী ইউনিয়নের সুবর্ণখুলী গ্রামে এ ঘটনা নিয়ে উত্তেজনা দেখা দেয়।

আটক এরফান আলী সৈয়দপুর উপজেলার পোড়ার হাট আবাসনের বাসিন্দা মঈন খানের ছেলে।

মন্দির কমিটির সভাপতি পঙ্কজ কুমার বলেন, সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে কয়েকজন নারী পূজা দিতে গিয়ে দেখেন, এক যুবক মন্দিরে ঢুকে প্রতিমা ভাঙচুর করছে। তাঁদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসেন এবং যুবকটিকে ধরে পুলিশে খবর দেন।

এ বিষয়ে মন্দির কমিটির সাধারণ সম্পাদক বিজয় চন্দ্র রায় থানায় মামলা করেছেন।

তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক আহসান হাবীব জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে আটক করে। তাঁর বিরুদ্ধে মামলা হয়েছে এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন