ইসির কাছে নিবন্ধনের অগ্রগতি জানলো এনসিপি
![]() |
| সোমবার ঢাকায় নির্বাচন কমিশন ভবনে বৈঠক শেষে সংবাদমাধ্যমে কথা বলেন এনসিপির যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা | ছবি: পদ্মা ট্রিবিউন |
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠক করেছে। দলটির নিবন্ধন প্রক্রিয়া কোথায় দাঁড়িয়েছে, তা জানতে আজ সোমবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ইসি সচিব আখতার আহমেদের সঙ্গে তারা বৈঠক করে।
বৈঠক শেষে দলের যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা সাংবাদিকদের জানান, 'চলতি মাসেই নতুন দলের নিবন্ধন প্রক্রিয়া শেষ করার আশ্বাস দিয়েছে নির্বাচন কমিশন।'
তিনি বলেন, 'এনসিপি সব শর্ত পূরণ করেই আবেদন করেছে, এখন মাঠ পর্যায়ের যাচাই-বাছাই চলছে। বিভিন্ন এলাকা থেকে প্রতিবেদন কমিশনের হাতে আসছে, সেগুলো একত্রিত করার পর নিবন্ধনের কাজ সম্পন্ন হবে।'
মুসা জানান, 'শুধু এনসিপি নয়, যেসব নতুন দল শর্ত পূরণ করেছে, তাদের প্রতিও কমিশনের ইতিবাচক দৃষ্টিভঙ্গি রয়েছে। ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হওয়ার কথা। এর আগে নিবন্ধিত সব দলের সঙ্গে কমিশনের সংলাপ আয়োজনের পরিকল্পনা আছে। সে আলোচনায় নতুনভাবে নিবন্ধিত দলগুলোও অংশ নেবে।'
প্রবাসীদের পোস্টাল ভোট নিয়েও বৈঠকে আলোচনা হয়। এনসিপি শুরু থেকেই এ বিষয়ে দাবি জানিয়ে আসছে। মুসা বলেন, 'কমিশন সিদ্ধান্ত নিয়েছে—প্রবাসীরা ডাকযোগে ভোট দিতে পারবেন। পাশাপাশি দেশে যারা নিজ আসনের বাইরে থাকবেন, তারাও পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন।'
তবে দলের প্রতীক নিয়ে কোনো আলোচনা হয়নি বলে জানান তিনি।
ইসি সূত্র জানায়, এনসিপিসহ ২২টি নতুন দলের নিবন্ধন যাচাইয়ে মাঠপর্যায়ে তদন্ত চলছে। সেই প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী ধাপ শুরু হবে। আইন অনুযায়ী নিবন্ধনের জন্য একটি কেন্দ্রীয় কমিটির পাশাপাশি কমপক্ষে এক-তৃতীয়াংশ জেলায় ও ১০০টি উপজেলায় কমিটি থাকতে হবে। প্রতিটি কমিটিতে অন্তত ২০০ ভোটারের সমর্থনের প্রমাণও জমা দিতে হয়।

একটি মন্তব্য পোস্ট করুন