[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

টাঙ্গাইল শহরে কাদের সিদ্দিকীর বাড়িতে হামলা-ভাঙচুর

প্রকাশঃ
অ+ অ-

টাঙ্গাইল শহরে বঙ্গবীর কাদের সিদ্দিকীর বাসভবনে গতকাল শনিবার রাতে দুর্বৃত্তরা হামলা ও ভাঙ্চুর করে | ছবি: পদ্মা ট্রিবিউন  

টাঙ্গাইলে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকীর বাসভবনে হামলা ও ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার রাত একটার দিকে শহরের আকুরটাকুর পাড়ার এ ঘটনা ঘটে।

শহরের কবি নজরুল সরণীতে (জেলা সদর সড়ক) কাদের সিদ্দিকীর বাসভবনের দ্বিতীয় ও তৃতীয় তলায় ‘সোনার বাংলা কমিউনিটি সেন্টার’। এর উপরের তলায় কাদের সিদ্দিকীর বাসা। হামলার সময় তিনি নিজ বাসায় ছিলেন।

বাড়ির তত্ত্বাবধায়ক রাজু মিয়া জানান, গতকাল রাতে কাদের সিদ্দিকী বাসায় ঘুমাচ্ছিলেন। রাত একটার দিকে ১০–১৫ জনের একটি দল বাসায় ইট পাটকেল নিক্ষেপ করে। তারা মই দিয়ে বাসার গেট টপকে ভেতরে প্রবেশ করে দুইটি গাড়ি ভাঙচুর করে। এ সময় আশেপাশের লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। হামলাকারীদের মুখ বাঁধা এবং কয়েকজন হেলমেট পরা ছিল।

টাঙ্গাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তানবীর আহমেদ জানান, পুলিশ বিষয়টি তদন্ত শুরু করেছে। দ্রুতই জড়িতদের সনাক্ত করে আইনের আওতায় আনা হবে।
বাইরে থেকে ইটপাটকেল ছোড়া হলে বাসার জানালার কাচ ভেঙে যায়  | ছবি: পদ্মা ট্রিবিউন   

এদিকে, আজ রোববার কাদের সিদ্দিকীর নির্বাচনী এলাকা বাসাইলে কাদেরিয়া বাহিনীর মুক্তিযোদ্ধাদের সমাবেশ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এতে প্রধান অতিথি করা হয়েছিল কাদের সিদ্দিকীকে। কিন্তু ‘ছাত্র সমাজের’ ব্যানারে একই সময় একই স্হানে ছাত্র সমাবেশের আয়োজন করে। এ অবস্হায় আজ সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বাসাইল শহিদ মিনার ও আশেপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন