[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

রাজশাহী কলেজে নবীনবরণ ও অভিভাবক সমাবেশ

প্রকাশঃ
অ+ অ-
রাজশাহী কলেজে নবীন এক শিক্ষার্থীকে ফুল দিয়ে বরণ করছেন শিক্ষক ও অতিথিরা | ছবি: পদ্মা ট্রিবিউন

রাজশাহী কলেজে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্য নবীনবরণ, পরিচিতি-অভিভাবক সমাবেশ হয়েছে। সোমবার সকালে কলেজ মিলনায়তনে অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত, গীতাপাঠ ও জাতীয় সংগীত পরিবেশিত হয়। এরপর শিক্ষক ও জ্যেষ্ঠ শিক্ষার্থীরা ফুল দিয়ে নবীনদের বরণ করে নেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ মু. যহুর আলী। প্রধান অতিথি ছিলেন রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আ. ন. ম. মোফাখখারুল ইসলাম।

অনুষ্ঠানে উপস্থিত অতিথি ও শিক্ষকরা | ছবি: পদ্মা ট্রিবিউন

অধ্যাপক মোফাখখারুল ইসলাম বলেন, 'শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকের মিলিত প্রচেষ্টার ওপরই সাফল্য নির্ভর করে।' তিনি আশা প্রকাশ করেন, নতুন প্রজন্ম এই শিক্ষা কাজে লাগিয়ে দেশকে এগিয়ে নেবে।

অধ্যক্ষ মু. যহুর আলী নবীনদের উদ্দেশে বলেন, 'রাজশাহী কলেজের ১৫৩ বছরের গৌরবময় ইতিহাস তোমাদের মাধ্যমেই টিকে থাকবে।' তিনি পড়াশোনার মাধ্যমে দেশের উন্নয়নে অবদান রাখার আহ্বান জানান।

শিক্ষার্থীদের অংশগ্রহণে নৃত্য | ছবি: পদ্মা ট্রিবিউন

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ অধ্যাপক ইব্রাহিম আলী, শিক্ষক পরিষদের সম্পাদক অধ্যাপক সেরাজ উদ্দীন, সাহিত্য ও সাংস্কৃতিক কমিটির আহ্বায়ক অধ্যাপক শিখা সরকার, ভর্তি কমিটির আহ্বায়ক মোহাম্মদ আরিফুল ইসলামসহ শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা।

অনুষ্ঠানে কয়েকজন নবীন শিক্ষার্থী তাদের অনুভূতি প্রকাশ করেন। এছাড়াও শিক্ষার্থীদের অংশগ্রহণে নৃত্য পরিবেশনা হয়।

একজন নবীন শিক্ষার্থী তার অনুভূতি জানাচ্ছেন | ছবি: পদ্মা ট্রিবিউন
Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন