আবারও চ্যাম্পিয়ন ভারত
এশিয়ার শ্রেষ্ঠত্বের মুকুট ভারতেরই
শেষ ওভারে ভারতকে জয়ের জন্য প্রয়োজন ছিল ১০ রান। বোলিংয়ে ছিলেন হারিস রউফ। তাঁর চার বলে ১৩ রান তুলে নেন তিলক বর্মা ও রিংকু সিং।
প্রথম বলে নেন ২ রান, দ্বিতীয় বলে মেরেছেন ছক্কা, যা ম্যাচ ভারতের পূর্ণ নিয়ন্ত্রণে নিয়ে আসে। তৃতীয় বলে নেন ১ রান, চতুর্থ বলে রিংকু মিড অনের ওপর দিয়ে চার মেরে জয় নিশ্চিত করেন।
এর মাধ্যমে এশিয়ার শ্রেষ্ঠত্বের মুকুট ভারতেরই ঘরে ফেরে। দেশটি এশিয়া কাপের নবমবারের মতো চ্যাম্পিয়ন হলো—সাতবার ওয়ানডে সংস্করণে এবং দুবার টি-টোয়েন্টি সংস্করণে।
![]() |
ভারতকে জেতানোর পর তিলক বর্মার বাঁধনহারা উচ্ছ্বাস। ছবি: এএফপি |
আউট দুবে, শেষ ওভারে ভারতের দরকার ১০
ভারত: ১৯ ওভারে ১৩৭/৫
১৯তম ওভারের নিজের শেষ বলে ছক্কা মারতে গিয়ে আউট হলেন দুবে। তাঁকে ফেরালেন ফাহিম আশরাফ।
রউফের বোলিংয়ে ধাক্কা, শিবম দুবের ছক্কা
বল হাতে মার খেয়েই চলেছেন হারিস রউফ। প্রথম পাঁচ বলে দিয়েছেন ৭ রান, শেষ বলে ফেলেন ফুল টস। সেটিকে শিবম দুবে কাউ কর্নারের ওপর দিয়ে গ্যালারিতে পাঠিয়ে দেন ছক্কা।
পঞ্চম উইকেটে তিলক বর্মা ও শিবম দুবের অবিচ্ছিন্ন ৫৩ রানের জুটি ভারতের শিরোপা জয়ের দিকে পথ প্রশস্ত করছে।
চ্যাম্পিয়ন হতে ভারতের দরকার ৬ বলে ১০ রান।
আফ্রিদির শেষ ওভারে এল ৬
ফাইনালে নিজের বোলিং কোটা শেষ করেছেন শাহিন আফ্রিদি। তাঁর শেষ ওভারে এসেছে মাত্র ৬ রান।
চ্যাম্পিয়ন হতে ভারতের দরকার ১৮ বলে ৩০ রান।
![]() |
ভারতকে জয়ের পথে নিয়ে যাচ্ছেন তিলক ও দুবে। ছবি: রয়টার্স |
তিলকের ফিফটি
তীব্র চাপের পরিস্থিতিতে ব্যাটিংয়ে নেমে দায়িত্বশীল খেলায় ফিফটি তুলে নিলেন তিলক বর্মা। তাঁর এই ইনিংসে পাকিস্তানও চাপে পড়ে যায়। আবরার আহমেদ নিজের শেষ ওভারে ১১ রান দিয়ে যথেষ্ট চাপ সৃষ্টি করতে পারেননি। তিলকের দৃঢ় ব্যাটিং ভারতের সংগ্রহকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ অবদান রাখে।![]() |
তিলকের ফিফটিতে আবারও এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ার আশায় ভারত। ছবি: এএফপি |
রউফের বোলিংয়ে ভারত ঝড় তুলল
ভারত: ১৫ ওভারে ১০০/৫
বোলিংয়ে ফিরে হারিস রউফ ‘বেদম পিটুনি’ খেলান। তার ওভারে আসে ১৭ রান। শিবম দুবে এক চারের সাহায্যে রান তুলেন, এরপর তিলক বর্মা মেরেছেন একটি করে চার ও ছক্কা। ওভারের শেষ বলেই তিলকের ছক্কায় স্পর্শ করেছে ১০০ রান, ভারত পৌঁছে গেছে গুরুত্বপূর্ণ মাইলফলকে।
আবরারের বলেই আউট স্যামসন
ভারত: ১৩ ওভারে ৭৮/৪
কয়েক ওভার আগে আবরারের বলে ‘জীবন’ পেয়েও ইনিংস বড় করতে পারেননি সঞ্জু স্যামসন।
তবে সেই একই বলেই বড় শট খেলতে গিয়ে টাইমিংয়ের ভুলে ব্যাকওয়ার্ড পয়েন্টে ক্যাচ হয়ে যান সাহিবজাদা ফারহানের হাতে।
স্যামসন আউট হওয়ার পর ব্যাটিংয়ে নেমেছেন শিবম দুবে।
চ্যাম্পিয়ন হতে ভারতের দরকার ৪২ বলে ৬৯ রান।
![]() |
দারুণ বোলিং করছেন আবরার আহমেদ। ছবি: রয়টার্স |
চ্যালেঞ্জ কাটাতে জুটি বাঁধছেন তিলক-সঞ্জু
ভারত: ১০ ওভারে ৫৮/৩
দুই প্রান্ত থেকেই বোলিং করছেন পাকিস্তানের স্পিনাররা। তিলক বর্মা ও সঞ্জু স্যামসন শুরুর বিপর্যয় কাটিয়ে উঠতে চেষ্টা করছেন। ইনিংসের দশম ওভার করেছেন সাইম আইয়ুব, এই ওভারে মাত্র ৪ রান দিয়েছেন তিনি।
চ্যাম্পিয়ন হতে ভারতের দরকার ৬০ বলে ৮৯ রান।
বড় সুযোগ হাতছাড়া হুসেইন তালাতের
ভারত: ৯ ওভারে ৫৪/৩
আবরার আহমেদের বল তুলে মারতে গিয়ে সঞ্জু স্যামসনের টাইমিং ঠিকঠাক হয়নি, ফলে বলটি ক্যাচ হয়ে যাওয়ার পথে ছিল। তবে ডিপ মিড উইকেট থেকে ছুটে এসে হুসেইন তালাত বল মুঠোবন্দী করতে চাইলেও শেষ পর্যন্ত ফেলেন।
পাকিস্তানের দাপট
ভারত: ৬ ওভারে ৩৬/৩
ভারতের প্রথম তিন ব্যাটসম্যানকে দ্রুত আউট করে ফাইনাল আরও উত্তেজনাপূর্ণ করেছেন পাকিস্তান। আফ্রিদি ও আশরাফ পাওয়ারপ্লেতে তিন ওভার বোলিং করেছেন। তবে পাওয়ারপ্লের শেষ ওভারে আশরাফ ভালো করতে পারেননি; তিলক বর্মার কাছে তিনি একে একে চার ও ছক্কা খেয়ে যান।
ভারতকে চ্যাম্পিয়ন হতে হলে এখন প্রয়োজন ৮৪ বলে ১১১ রান।
পাকিস্তানের স্লোয়ারের জালে শুবমান গিল
ভারত: ৪ ওভারে ২০/৩
পাকিস্তানের পেসাররা স্লোয়ারগুলোকে অস্ত্র বানিয়ে ভারতের ব্যাটসম্যানদের উপর চাপে রেখেছেন। ফাহিম আশরাফের কাটারে আউট হয়েছেন শুবমান গিল। মিড অনে লাফিয়ে উঠে দারুণ ক্যাচ ধরেন হারিস রউফ। মাত্র ৪ ওভার কেটে গেলে ভারতের তিন উইকেট পড়েছে, যা দলকে কঠিন অবস্থায় ফেলেছে।
![]() |
গিলকে আউট করার পর আশরাফের উচ্ছ্বাস. ছবি: রয়টার্স |
৫ মিনিট বন্ধ থাকার পর ফের শুরু
ভারত: ৩ ওভারে ১২/২
কয়েকটি বাতি নিভে যাওয়ায় খেলা প্রায় পাঁচ মিনিটের জন্য বন্ধ হয়েছিল। এখন আবার খেলা শুরু হয়েছে।
ভারতের জোড়া ধাক্কা, আউট সূর্যকুমার
ভারতের ব্যাটিংয়ে নতুন ধাক্কা। এবার আউট হন অধিনায়ক সূর্যকুমার যাদব। শাহিন আফ্রিদির স্লোয়ারে ড্রাইভ খেলতে গিয়ে টাইমিংয়ে গড়বড় করেন তিনি। মিড অফ থেকে এগিয়ে এসে দারুণ ডাইভ দিয়ে ক্যাচ ধরেন পাকিস্তান অধিনায়ক আগা সালমান।![]() |
ব্যাট হাতে দুঃসময় পার করতে থাকা ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব ফাইনালেও ‘ফ্লপ’। ছবি: এএফপি |
অভিষেক ফাইনালে ব্যর্থ, আশরাফ পেলেন উইকেট
ভারত: ২ ওভারে ১০/১
এশিয়া কাপজুড়ে বোলারদের আতঙ্ক হয়ে থাকা অভিষেক শর্মা ফাইনালে ফল করতে পারলেন না। পরম কাঙ্ক্ষিত উইকেটটা পাকিস্তানকে দ্বিতীয় ওভারেই স্বস্তি এনে দিল ফাহিম আশরাফ।
অভিষেক বোকা হয়ে পড়লেন আশরাফের স্লোয়ারে। ১১১ কিমি/ঘণ্টার কাটারকে সামলাতে ব্যর্থ হয়ে তিনি মিড অনে হারিস রউফের হাতে ধরা পড়লেন।
অভিষেক আউট হওয়ার পর ব্যাটিংয়ে নেমেছেন ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব।
![]() |
অভিষেক শর্মাকে আউট করার পর পাকিস্তানের উদ্যাপন। ছবি: রয়টার্স |
শুরুতেই ঝড় তুললেন অভিষেক শর্মা
ভারত: ১ ওভারে ৭/০
শুরু থেকেই তেড়েফুঁড়ে ব্যাটিং করা তাঁর স্বভাব। ফাইনালেও নিজের মুখোমুখি হওয়ার দ্বিতীয় বলেই শাহিন আফ্রিদিকে চার মেরেছেন অভিষেক শর্মা।
শেষ ৯ উইকেট ৩৩ রানে, পাকিস্তানের ব্যাটিং বিপর্যয়
০, ৮, ১, ৬, ০, ০, ৬, ১—পাকিস্তানের শেষ আট ব্যাটসম্যানের কেউই দুই অঙ্কের আঙ্কড়া স্পর্শ করতে পারেননি। দলটি শেষ ৯ উইকেট হারিয়েছে মাত্র ৩৩ রানে, যা পুরো ইনিংসের নাটকীয় ধসকে চিত্রিত করছে।
সংক্ষিপ্ত স্কোর
পাকিস্তান: ১৯.১ ওভারে ১৪৬ অলআউট (ফারহান ৫৭, ফখর ৪৬, আইয়ুব ১৪; কুলদীপ ৪/৩০, বুমরা ২/২৫, অক্ষর ২/২৬, বরুণ ২/৩০)।
চ্যাম্পিয়ন হতে ভারতের দরকার ১৪৭
ফারহান–ফখরের উদ্বোধনী জুটি দেখে সামাজিক যোগাযোগমাধ্যমে বলা হচ্ছিল, পাকিস্তান ভারতকে ২০০ রানের চ্যালেঞ্জ দেবে। কিন্তু সেই প্রত্যাশা পূরণ হয়নি; ১৫০ রানও করতে পারেনি আগা সালমানের দল। ইনিংসের মাত্র ৫ বল বাকি থাকতেই অলআউট হয়ে থেমে গেল পাকিস্তান, ১৪৬ রানে।
নবমবারের মতো এশিয়ার সেরা হতে ভারতের দরকার ১৪৭ রান।
![]() |
বুমরার ইয়র্কারে বোল্ড হয়েছেন রউফ। ছবি: রয়টার্স |
বুমরার প্রতিশোধ
বোলিংয়ে ফিরেছেন যশপ্রীত বুমরা। তাঁর দ্বিতীয় বলে চার মেরেছিলেন হারিস রউফ। তবে চতুর্থ বলেই ইয়র্কারে স্টাম্প উড়িয়ে বুমরা প্রতিশোধ নেন। শুধু তাই নয়, গত ২১ সেপ্টেম্বরের ভারত–পাকিস্তান ম্যাচে বাউন্ডারির কাছে ফিল্ডিং করার সময় রউফ যে অঙ্গভঙ্গি করেছিলেন, আজ বুমরা একইভাবে উদ্যাপন করলেন।![]() |
রউফকে বোল্ড করার পর বুমরার হাসি। ছবি: রয়টার্স |
শেষ বলেই উইকেট কুলদীপের
পাকিস্তান: ১৭ ওভারে ১৩৪/৮
ফাইনালে কুলদীপ যাদব নিজের শেষ বলেই উইকেট পান। আফ্রিদিকে এলবিডব্লু ফাঁদে ফেলার ঠিক এক বল পরেই ফেরান ফাহিম আশরাফকে, যিনি ২ বলে শূন্য রান করেই আউট হন। পাকিস্তানের ব্যাটিং লাইনআপ যেন হুড়মুড়িয়ে পড়েছে।
![]() |
পাকিস্তানের ব্যাটসম্যানদের নিয়ে ভারতের বোলাররা এখন যেন ছেলেখেলায় মেতেছেন। ছবি: রয়টার্স |
শূন্যে ফেরেন আফ্রিদি
এক ওভারে এলবিডব্লুর দুটি ভুল সিদ্ধান্ত দিলেন বাংলাদেশি আম্পায়ার মাসুদুর রহমান মুকুল। দুটিতেই রিভিউ নিলেন শাহিন আফ্রিদি। প্রথমটিতে পার পেলেও দ্বিতীয়টিতে শেষ রক্ষা হলো না। কুলদীপের বলে পড়লেন এলবিডব্লুর ফাঁদে (৩ বলে ০)।হঠাৎ ধস পাকিস্তানের
পাকিস্তানের ইনিংসে যেন মড়ক লেগেছে। ১১৩/১ থেকে চোখের পলকেই ১৩৩/৬–এ নেমে এসেছে তারা। মাত্র ২০ রান যোগ করতে গিয়ে হারিয়েছে ৫ উইকেট। ফখর জামানের পর সাজঘরে ফিরেছেন হুসেইন তালাত ও অধিনায়ক আগা সালমান।ফিফটির আগেই থামলেন ফখর
পাকিস্তান: ১৫ ওভারে ১২৮/৪
পাকিস্তান ধীরে ধীরে হারাচ্ছে মোমেন্টাম। এবার ফেরেন ওপেনার ফখর জামান। ৪৬ রানে থাকাকালে বরুণ চক্রবর্তীর বলে চার মেরে ফিফটি পূরণ করতে চেয়েছিলেন তিনি। কিন্তু ব্যাটের কানায় লেগে বল চলে যায় ব্যাকওয়ার্ড পয়েন্টে দাঁড়ানো কুলদীপ যাদবের হাতে।
খালি হাতে ফিরলেন হারিস
ক্রিজে এসেই ফিরে গেলেন পাকিস্তানের উইকেটকিপার ব্যাটসম্যান মোহাম্মদ হারিস। অক্ষর প্যাটেলের বলে ক্রিজ ছেড়ে তুলে মারতে গিয়ে লং অফে রিংকু সিংয়ের হাতে ধরা পড়েন তিনি। ফিরেছেন ২ বল খেলে শূন্য রানে।
আইয়ুবের স্বল্পস্থায়ী ইনিংস
ফর্মে ফেরার আভাস দিলেও বেশিদূর যেতে পারলেন না সাইম আইয়ুব। কুলদীপ যাদবের বলে ব্যাকওয়ার্ড পয়েন্টে যশপ্রীত বুমরার হাতে ধরা পড়েন তিনি। ফিরেছেন ১১ বলে ১৪ রান করে।
![]() |
১৪ রান করে আউট হয়েছেন আইয়ুব। ছবি: রয়টার্স |
শতক পেরোল পাকিস্তান
পাকিস্তান: ১২ ওভারে ১০৭/১
ফাইনালে প্রথমবার বোলিংয়ে নামেন তিলক বর্মা। তাঁর ওভারের দ্বিতীয় বলেই চার মেরে পাকিস্তানের সংগ্রহ শতক পেরিয়ে নেন ফখর জামান।
পাকিস্তানের শতকের পথে আইয়ুবের ঝলক
পাকিস্তান: ১১ ওভারে ৯৮/১
এশিয়া কাপে আগের ছয় ম্যাচের চারটিতেই শূন্য রানে ফিরেছিলেন সাইম আইয়ুব। তবে আজ তাঁর ব্যাটে দেখা যাচ্ছে আত্মবিশ্বাসের ছাপ। বোলিংয়ে ফিরে আসা শিবম দুবের এই ওভারে দুটি চার মেরেছেন তিনি।
ফারহানের ফিফটির পর আউট
ফিফটির পর বেশি দূর যেতে পারেননি ফারহান। ৫৭ রানে ভেঙেছে পাকিস্তানের উদ্বোধনী জুটি। বরুণ চক্রবর্তীর ওভারের তৃতীয় বলে ছক্কা মেরার পর চতুর্থ বলেও বড় শট খেলতে গিয়েছিলেন ফারহান, কিন্তু ডিপ মিড উইকেটে তিলক বর্মার হাতে ধরা পড়েন।
ফারহান আউট হওয়ার পর ব্যাটিংয়ে নেমেছেন সাইম আইয়ুব।
ফারহানের দ্বিতীয় এশিয়া কাপ ফিফটি
এশিয়া কাপে নিজের দ্বিতীয় এবং আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারে পঞ্চম ফিফটি পেয়েছেন সাহিবজাদা ফারহান। টুর্নামেন্টে তার দুটি হাফ সেঞ্চুরি ভারতের বিরুদ্ধে এসেছে। কুলদীপ যাদবের ওভারের চতুর্থ বলে দুই রান নিয়ে ফিফটি পূর্ণ করেছেন ফারহান। এর আগে ওভারের দ্বিতীয় বলে মেরেছেন ছক্কা।উদ্বোধনী জুটিতে রেকর্ড পাকিস্তানের
পাকিস্তান: ৭ ওভারে ৫৬/০
এবারের এশিয়া কাপে পাকিস্তান তাদের উদ্বোধনী জুটিতে সর্বোচ্চ রান তুলেছে। শ্রীলঙ্কার বিপক্ষে সুপার ফোরের ম্যাচে ৪৫ রানের জুটি গড়েছিলো তারা, আজ সেই রেকর্ড ভেঙে দলীয় ফিফটি স্পর্শ করেছেন ওপেনার সাহিবজাদা ফারহান ও ফখর জামান।
![]() |
পাকিস্তানের দুই ওপেনার সাহিবজাদা ফারহান (বাঁয়ে) ও ফখর জামান। ছবি: রয়টার্স |
স্পিনারদের ওভার, পাকিস্তানের সমতা
![]() |
ভারতের বোলিং ভালো হচ্ছে না। চিন্তিত অক্ষর প্যাটেল ও সূর্যকুমার। ছবি: রয়টার্স |
পাকিস্তান: ৬ ওভারে ৪৫/০
ভারতের স্পিনাররা বোলিংয়ে নামেন। পাকিস্তান ইনিংসের পঞ্চম ওভার করেছেন বরুণ চক্রবর্তী। পাওয়ারপ্লের শেষ ওভার করেন অক্ষর প্যাটেল। এই দুই ওভার থেকে এসেছে ১৩ রান। যদিও পাওয়ারপ্লেতে পাকিস্তান খুব বেশি রান তুলতে পারেনি, কোনো উইকেটও হারাননি তারা।
ফারহানের বুমরা আক্রমণ
![]() |
ইনিংস বড় করার চেষ্টায় ফারহান। ছবি: রয়টার্স |
পাকিস্তান: ৪ ওভারে ৩২/০
এশিয়া কাপে এ পর্যন্ত বুমরাকে সবচেয়ে বেশি ভুগিয়েছেন ফারহান। ভারত–পাকিস্তানের আগের দুই ম্যাচের মতো আজ ফাইনালেও বুমরার ওপর চড়াও হয়েছেন পাকিস্তানি ওপেনার। ওভারের প্রথম বলে চার এবং তৃতীয় বলে ছক্কা হাঁকান তিনি।
বুমরার ওভারে ফারহানের ঝড়
পাকিস্তান: ২ ওভারে ১১/০
বোলিংয়ে নামেন যশপ্রীত বুমরা। তাঁর ওভারের পঞ্চম বলে ফারহান আবারও চার হাঁকান। এই ওভারে মোট ৭ রান আসে।
হার্দিকের অভাবে শুরুতেই শিবম দুবের বোলিং
পাকিস্তান: ১ ওভারে ৪/০
হার্দিক পান্ডিয়ার অভাবের কারণে ফাইনালের প্রথম বোলিংয়ে নামেন পেস বোলিং অলরাউন্ডার শিবম দুবে। তাঁর ওভারের পঞ্চম বলে পাকিস্তান ওপেনার সাহিবজাদা ফারহান মিড অনের ওপর দিয়ে চার হাঁকান। বাকি পাঁচ বলে তিনি কোনো রান করতে পারেননি।
পাকিস্তান আগের দলের ওপর আস্থা
![]() |
একসঙ্গে ফাইনাল দেখতে আসছেন ভারত ও পাকিস্তানের সমর্থক। ছবি: সংগৃহীত |
ফাইনালে ওঠার জন্য যে দল বাংলাদেশকে হারিয়েছে, আজও পাকিস্তান সেই একই দলকে খেলাচ্ছে এবং তাদের ওপর পূর্ণ আস্থা রেখেছে।
পাকিস্তানের একাদশ: সাহিবজাদা ফারহান, ফখর জামান, সাইম আইয়ুব, আগা সালমান (অধিনায়ক), মোহাম্মদ হারিস (উইকেটকিপার), হুসেইন তালাত, মোহাম্মদ নেওয়াজ, ফাহিম আশরাফ, শাহিন আফ্রিদি, হারিস রউফ ও আবরার আহমেদ।
ভারতের একাদশে বড় পরিবর্তন
![]() |
সূর্যকুমার ও সালমান টসের পর করমর্দন করেননি। ছবি: এএফপি |
ভারতের জন্য ফাইনালে বড় ধাক্কা হলো তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়ার চোটে খেলতে না পারা। তাঁর জায়গায় সুযোগ পেয়েছেন রিংকু সিং। এছাড়া শ্রীলঙ্কার সঙ্গে সর্বশেষ ম্যাচের একাদশ থেকে আরও দুটি পরিবর্তন আনা হয়েছে। দুই পেসার অর্শদীপ সিং ও হর্ষিত রানা বাদ পড়েছেন, আর একাদশে ফিরেছেন যশপ্রীত বুমরা ও শিবম দুবে।
ভারতের একাদশ: অভিষেক শর্মা, শুবমান গিল, সূর্যকুমার যাদব (অধিনায়ক), তিলক বর্মা, সঞ্জু স্যামসন (উইকেটকিপার), শিবম দুবে, রিংকু সিং, অক্ষর প্যাটেল, যশপ্রীত বুমরা, বরুণ চক্রবর্তী ও কুলদীপ যাদব।
হাত মেলাননি ভারত-পাক অধিনায়ক
![]() |
সূর্যকুমার ও সালমান টসের পর করমর্দন করেননি। ছবি: এএফপি |
আজও টসের সময় দুই দলের অধিনায়ক একে অপরের সঙ্গে হাত মেলাননি, যেমনটি হয়েছিল ১৪ সেপ্টেম্বর গ্রুপ পর্ব ও ২১ সেপ্টেম্বর সুপার ফোরে। সূর্যকুমার যাদব টস জিতে ফিল্ডিং নেওয়ার সিদ্ধান্ত জানালে পাকিস্তান অধিনায়ক আগা সালমান পাশে দাঁড়িয়ে কিছুক্ষণ অপেক্ষার পর ধীরে ধীরে সরে যান।
টসে জিতে ফিল্ডিংয়ে ভারত
ফাইনালে টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠিয়েছেন ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব।এশিয়া কাপের ফাইনালে স্বাগতম
![]() |
দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামের গ্যালারিতে পাকিস্তান ও ভারতের দুই সমর্থক। ছবি: এএফপি |
৪১ বছর বয়সী এশিয়া কাপের ইতিহাসে আজ প্রথমবার ফাইনালে মুখোমুখি হচ্ছে ভারত ও পাকিস্তান। ম্যাচটি অনুষ্ঠিত হবে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে, বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়।
টি-টোয়েন্টি বিশ্বর্যাংকিংয়ে এক নম্বর অবস্থানে থাকা ভারত দুর্দান্ত ফর্মে আছে। গ্রুপ পর্ব ও সুপার ফোর মিলিয়ে ছয় ম্যাচেই তারা অপরাজিত রয়েছে। অন্যদিকে, বিশ্বের সাত নম্বরে থাকা পাকিস্তান তাদের ছয় ম্যাচের মধ্যে দুইটিতে হেরেছে—দুটিই ভারতের বিরুদ্ধে।
আজকের ম্যাচে কি দুই দলের আগের ফলাফলের পুনরাবৃত্তি ঘটবে, নাকি কাগজ-কলমের সব হিসাব উড়িয়ে শেষ হাসি হাসবে পাকিস্তান? এই উত্তেজনাপূর্ণ লড়াই শোবাজারে থাকছে ক্রিকেটপ্রেমীদের।
একটি মন্তব্য পোস্ট করুন